Ajker Patrika

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না চার দিন

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ১৪
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না চার দিন

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ এবং লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় চার দিন বিদ্যুৎ থাকবে না। বেশির ভাগ এলাকায় আট ঘণ্টা এবং কিছু এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। গতকাল শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এই তথ্য জানিয়েছেন।

বিউবো সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহানগরীর রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরীপাড়া, আগপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না। আগামী মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিবগঞ্জ, টিলাগড়, গোপালটিলা, সবুজবাগ, সেনপাড়া, হাতিমবাগ, মণিপুরিপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, রাজপাড়া, সোনারপাড়া, উপশহর মেইন রোড, এমসি কলেজ ও আশপাশের এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। আগামী বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, কাজী জালালউদ্দিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে না। এ ছাড়া আগামী শুক্রবার সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরীমোহন স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, বিউবো সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভির রাজবাড়ি ফিডার, শিবগঞ্জ ফিডার, কুমারপাড়া ফিডার ও নয়াসড়ক ফিডারের ট্রান্সফরমারগুলোর মেরামত ও সংরক্ষণ কাজ এবং ১১ / ০.৪ কেভি লাইনের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত