Ajker Patrika

ডিজেলের দাম বাড়ায় কমেছে বোরো চাষ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ০১
ডিজেলের দাম বাড়ায় কমেছে বোরো চাষ

ডিজেলের দাম বাড়ায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষকেরা বিপাকে পড়েছেন। অনেক কৃষক বোরো চাষ কমিয়ে দিয়েছেন। এ অবস্থায় উপজেলা কৃষি বিভাগ খেত ভেজানো ও শুকানো পদ্ধতিতে চাষের পরামর্শ দিচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৯৩৯ হেক্টর জমি। এ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৬০০ হেক্টর। উপজেলায় ৮৬টি গভীর নলকূপে ২ হাজার হেক্টর, অগভীর নলকূপ ও বিদ্যুৎনির্ভর ১ হাজার ৩২০ সেচযন্ত্রে ৩ হাজার হেক্টর এবং ডিজেলচালিত ৪ হাজার শ্যালো মেশিনে ৫ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়।

কৃষকেরা জানান, সাধারণ দোআঁশ মাটিতে বোরো চাষে সেচ দিতে হয় গড়ে ৩০টি। এতে হেক্টরপ্রতি ডিজেল লাগে ২২৫ লিটার। অপরদিকে চরাঞ্চলের জমিতে মৌসুমে গড়ে ৫০টি সেচ দিতে হয়। এতে হেক্টরপ্রতি ডিজেল লাগে ৩৭৫ লিটার।

বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডিলাররা কৃষকদের কাছে প্রতি লিটার ৮০ টাকায় ডিজেল বিক্রি করছেন। অন্যদিকে উপজেলার বিভিন্ন বাজারসহ চরাঞ্চলের বাজারগুলোর খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে ৮৫ টাকা দরে ডিজেল বিক্রি করছেন।

গত বছর ডিলাররা প্রতি লিটার ডিজেল বিক্রি করতেন ৬৫ টাকায় এবং খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করতেন ৭০ টাকা করে। চলতি বছর বোরো মৌসুমে ১৫-২০ টাকা দাম বৃদ্ধি পাওয়ায় ডিজেলচালিত সেচযন্ত্রে চাষ করা জমিতে হেক্টরপ্রতি মোটা অঙ্কের বাড়তি খরচ গুনতে হবে কৃষকদের। বিশেষ করে চরাঞ্চলের কৃষকদের গুনতে হবে প্রায় দ্বিগুণ টাকা।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের কৃষক ওসমান গণি জানান, তিনি প্রতিবছর ৫ বিঘা জমিতে ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে বোরো চাষ করতেন। এবার ডিজেলের দাম বাড়ায় ৩ বিঘা জমিতে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলার চরগোরকমন্ডল গ্রামের কৃষক ছামাদ আলী বলেন, ‘চর এলাকার এক বিঘা জমিতে সেচ দিতে কমপক্ষে ৫০ লিটার ডিজেল লাগে। ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষ নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। ডিজেলের দাম বাড়ায় সবকিছুতেই ব্যয় বেড়েছে। আগে ছোট ট্রাক্টর দিয়ে প্রতি বিঘা জমি কর্ষণ করতে ২০০ টাকা খরচ হতো। ডিজেলের দাম বাড়ায় বিঘাপ্রতি ৫০-১০০ টাকা বাড়তি দিতে হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় বোরো চাষে কিছুটা খরচ বাড়বে। তবে ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে যেসব কৃষক বোরো চাষ করবেন, তাঁদের বিকল্প ভেজানো ও শুকনো পদ্ধতিতে বোরো চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে পানির অপচয় হবে না। ফলে ব্যয় অনেকটা কমে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত