Ajker Patrika

অবৈধ যান বন্ধে সভা

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৯
অবৈধ যান বন্ধে সভা

নীলফামারীতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে অপরাধ ও শাস্তির পরিমাণ সম্পর্কে জানানোর জন্য অবৈধ যান চালক ও মালিকদের নিয়ে পথসভা করেছে।

এ ছাড়া গত শনিবার জেলার রংপুর-দিনাজপুর সড়কসংলগ্ন বাজার ও বিভিন্ন পয়েন্টে মাইকিং, সেমিনার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের ৮৬ কিলোমিটার সড়ক দশমাইল ও তারাগঞ্জ হাইওয়ে থানার অধীন। এ মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, সিএনজি অটোরিকশা এবং থ্রি হুইলার চলাচল করছে।

এতে সড়কে যানজটের সৃষ্টির পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কে পুলিশের টহলদল দেখলে এসব অবৈধ বাহনের চালকেরা কৌশলে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে। পরে আড়ালে গেলে তাঁরা আবারও ফিরে আসেন মহাসড়কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত