Ajker Patrika

বিএনপির সাত নেতা-কর্মী জেলহাজতে

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ২৮
বিএনপির সাত নেতা-কর্মী জেলহাজতে

বরগুনায় জেলা বিএনপির সভাপতিসহ ২২ নেতা–কর্মীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলাটি করেন। এর মধ্যে গ্রেপ্তার ৭ জনকে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিএনপির জেলা কার্যালয়ে সামনে সড়ক অবরোধ করেন যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরে যেতে বললে তাঁরা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ছুড়তে থাকেন। এতে জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশের করা মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক অহেদুজ্জামান ওয়াসিম, মো. আউয়াল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটার যুবদল নেতা সোহানুর রহমান সোহান, সুজন মৃধা, রাকিবুল ইসলাম রাকিব, মানছু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন পারভেজ।

মামলার বাদী রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে ডিউটিতে থাকা পুলিশের ওপর হামলা চালান যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।’

জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে আমার প্রায় ২০–২৫ জন নেতা-কর্মী আহত হন।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘পুলিশকে আক্রমণ করার অভিযোগে শনিবার রাতে থানায় মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত