কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার সুষ্ঠু বিচার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা শাখা।
এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সামাজিক সংগঠন-প্রত্যয়, এইড কুমিল্লা, ইয়াং উইমেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, সৃষ্টি, ব্লাস্ট, নাট্য সংগঠন সংলাপসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। এক সপ্তাহ ধরে চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও তাঁরা অভিযোগ করেন।
তাঁরা বলেন, ঘটনার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো। অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত বেশির ভাগ জায়গাতেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পূর্ববর্তী অন্য সব সহিংসতার বেলায়ও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যায়। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং নিয়মিত বিরতিতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতেই থাকে। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী দিনেশ মার্কিন, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহামুদা আক্তার, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি ওমর ফারাক তাপস, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, কুমিল্লা জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক ভৌমিক, স্বজন সমন্বয়কারী অধ্যাপিকা নাজমা আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার সাবেক উপপরিচালক সেলিনা আক্তার, ব্রাস্ট কুমিল্লা ইউনিটের সমন্বয়কারী ও সনাক সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান, সংলাপের পরিচালক শাহজাহান চৌধুরী, সনাক সদস্য শাহ্ মো. আলমগীর খান ও বদরুল হুদা জেনু, ইয়াং উইমেন ক্রিস্চান অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সনাক সহসভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় প্রমুখ।
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার সুষ্ঠু বিচার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা শাখা।
এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সামাজিক সংগঠন-প্রত্যয়, এইড কুমিল্লা, ইয়াং উইমেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, সৃষ্টি, ব্লাস্ট, নাট্য সংগঠন সংলাপসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। এক সপ্তাহ ধরে চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও তাঁরা অভিযোগ করেন।
তাঁরা বলেন, ঘটনার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো। অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত বেশির ভাগ জায়গাতেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পূর্ববর্তী অন্য সব সহিংসতার বেলায়ও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যায়। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং নিয়মিত বিরতিতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতেই থাকে। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী দিনেশ মার্কিন, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহামুদা আক্তার, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি ওমর ফারাক তাপস, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, কুমিল্লা জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক ভৌমিক, স্বজন সমন্বয়কারী অধ্যাপিকা নাজমা আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার সাবেক উপপরিচালক সেলিনা আক্তার, ব্রাস্ট কুমিল্লা ইউনিটের সমন্বয়কারী ও সনাক সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান, সংলাপের পরিচালক শাহজাহান চৌধুরী, সনাক সদস্য শাহ্ মো. আলমগীর খান ও বদরুল হুদা জেনু, ইয়াং উইমেন ক্রিস্চান অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সনাক সহসভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫