Ajker Patrika

সহিংসতার সুষ্ঠু বিচার দাবি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ১১
সহিংসতার সুষ্ঠু বিচার দাবি

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার সুষ্ঠু বিচার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা শাখা।

এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সামাজিক সংগঠন-প্রত্যয়, এইড কুমিল্লা, ইয়াং উইমেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, সৃষ্টি, ব্লাস্ট, নাট্য সংগঠন সংলাপসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। এক সপ্তাহ ধরে চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও তাঁরা অভিযোগ করেন।

তাঁরা বলেন, ঘটনার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো। অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত বেশির ভাগ জায়গাতেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পূর্ববর্তী অন্য সব সহিংসতার বেলায়ও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যায়। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং নিয়মিত বিরতিতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতেই থাকে। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী দিনেশ মার্কিন, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহামুদা আক্তার, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি ওমর ফারাক তাপস, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, কুমিল্লা জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক ভৌমিক, স্বজন সমন্বয়কারী অধ্যাপিকা নাজমা আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার সাবেক উপপরিচালক সেলিনা আক্তার, ব্রাস্ট কুমিল্লা ইউনিটের সমন্বয়কারী ও সনাক সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান, সংলাপের পরিচালক শাহজাহান চৌধুরী, সনাক সদস্য শাহ্ মো. আলমগীর খান ও বদরুল হুদা জেনু, ইয়াং উইমেন ক্রিস্চান অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সনাক সহসভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত