Ajker Patrika

সবজির কমতি নেই, নাগালের বাইরে দাম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ৪৩
সবজির কমতি নেই, নাগালের বাইরে দাম

সাতক্ষীরার তালার বাজারগুলোতে শাক-সবজি সরবরাহের কোনো কমতি না থাকলেও সেসবের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

তালা বাজারের ব্যবসায়ী সুমন আহম্মেদ, আলতাফ হোসেন, শেখ মফিজুল ইসলাম, তপন পাল জানান, মনে করেছিলাম শীতের মৌসুমে সবজির দাম কমবে। অথচ এখনো কমেনি। কিছু ব্যবসায়ীদের কারণে সবজি বাজার এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তাঁদের কাছে আমরা জিম্মি হয়ে আছি।

তালা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বিভিন্ন প্রকার সবজি উঠেছে। বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেড়শ, বরবটি, কুমড়া, কলাসহ বিভিন্ন প্রকার সবজি। কাঁচা বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। প্রতি কেজি ফুলকপি ৪০-৫০ টাকায় কাঁচা পেঁপে ২৫ টাকায়। শিম ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, শসা ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ ৪০ টাকা, লাল শাক ও সবুজ শাক ২০ টাকা, পালং শাক ৩০ টাকা, পুঁই শাক ২৫ টাকা হচ্ছে। গরুর মাংস কেজি প্রতি ৫৫০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া খাসি ৭০০-৭৫০ টাকা, প্রতি কেজি রুই আকৃতিভেদে ১৬০-৩০০ টাকা, তেলাপিয়া ৮০-১৬০, সিলভার কার্প ১০০-১৫০ টাকা, দরে বিক্রি হচ্ছে। এদিকে চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে।

বাজারে আসা ক্রেতা কামরুল সরদার বলেন, ‘আমরা মধ্যবিত্ত মানুষ। বাজারের দাম যে পরিমাণ বাড়ছে সেই অনুযায়ী আমাদের পরিমাণমতো বাজার করা সম্ভব হচ্ছে না। বাজার শীতের সবজিতে সয়লাব। কিন্তু সে অনুযায়ী দাম কমেনি। এখন দেখছি আমাদের চাহিদা মেটানো দায় হয়ে পড়েছে।’

মনিরুজ্জামান বলেন, অনেক কিছু কিনতে মনে চাইলেও টাকার কথা চিন্তা করে কিনতে পারি না। প্রতিদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে।’

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সময় সরকারের নির্দেশনা থাকলে আমরা বাজার মনিটরিং করে থাকি। প্রশাসনের পক্ষ থেকে বিক্রেতাদের পণ্যের মূল্য লিখে দোকানে টানিয়ে রাখতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত