Ajker Patrika

পুলিশি বাধার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ৩৩
পুলিশি বাধার অভিযোগ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ-অনশন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। গতকাল শনিবার বেলা ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের বাসায় এই কর্মসূচি পালিত হয়। এর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

এর আগে সকাল ৯টায় মানিকগঞ্জ শহীদ রফিক সড়কের বিএনপির দলীয় কার্যালয় গণ-অনশন করতে যান বিএনপি নেতা–কর্মীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন। পড়ে বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় এই কর্মসূচি পালন করা হয়।

গণ-অনশনে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোকছেদুর রহমান, সহসভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সত্তন কান্ত পণ্ডিত ভজন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়া বিভিন্ন রোগে অসুস্থ থাকায় তাঁকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবি করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত