Ajker Patrika

বিদেশে খালেদার চিকিৎসায় মানবিক হচ্ছে সরকার?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯: ৪৭
বিদেশে খালেদার চিকিৎসায় মানবিক হচ্ছে সরকার?

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এ দাবিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। এ দিন রাজপথে বিক্ষোভ করেছে বিএনপি।

আইনমন্ত্রীও বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই খালেদা জিয়ার দণ্ড স্থগিত করেছেন। তাঁদের দিক থেকে মানবিকতার কমতি নেই। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আবেদন যাচাই করে গুরুত্ব সহকারে সিদ্ধান্ত দেবেন তাঁরা।

এদিকে গতকাল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তাঁকে (খালেদা জিয়া) বেস্ট এভার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকেরা। তাঁরা জোর দিয়ে বলছেন, এখানে কিন্তু তাঁর চিকিৎসা সম্ভব নয়। এখন যে জটিল অবস্থায় আছে সেই চিকিৎসা করতে তাঁকে অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। দেশের নামও তাঁরা বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির যে কোনো জায়গায় হতে পারে। আমাদের তরফ থেকে, পরিবারের পক্ষ থেকে সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

গতকাল রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়াকে তাঁর কেবিনে গিয়ে দেখে এসেছেন। তাঁর চিকিৎসার খোঁজখবর নেন তিনি। আজ বুধবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর-উত্তম

এরপর পৃষ্ঠা ২ কলাম ২

মেজর হায়দার মিলনায়তনে খালেদা জিয়ার জামিনে মুক্তি ও সুচিকিৎসা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন ঢাকা হয়েছে। গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ভাসানী অনুসারী পরিষদের নেতারা ছাড়াও বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দলের অন্য নেতাদের সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে।

গতকাল সচিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব মো. ফজলুর রহমানের নেতৃত্বে ১৫ জন আইনজীবী আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তাঁদের স্মারকলিপি তুলে দেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে সেখানে বলা হয়, ‘বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে বিদেশে উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য অভিমত দিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, সিদ্ধান্ত ও মতামতের ব্যাপারে আলাপ আলোচনার প্রয়োজন আছে, সেটা আমরা করব। আমি বলব মানবিকতার কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা দেখাতে জানেন।’

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত মিছিল করেন তাঁরা।

পুলিশ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘৫৮ বছরের রাজনৈতিক মাঠে দেখা-চলার মধ্য দিয়ে আমি যা দেখেছি, কোনো দিন পুলিশ কোনো সরকার রক্ষা করতে পারেনি, পারেও না। যখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে নামবে, পুলিশ যুদ্ধ করতে আসবে না, কোনো দিন আসে না।’

এদিকে ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তি এক বিবৃতিতে খালেদা জিয়াকে মানবিক কারণে বিদেশে চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিক বিবেচনায় দেখতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেছেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত