Ajker Patrika

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবে কোম্পানীগঞ্জে, জমি বাছাই

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবে কোম্পানীগঞ্জে, জমি বাছাই

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কোম্পানীগঞ্জে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি)। বঙ্গবন্ধু হাইটেক পার্কের উত্তরে এবং সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে এই কেন্দ্র গড়ে তোলা হবে। এ জন্য উপজেলার তেলিখাল এলাকায় ২ দশমিক ৩৭ একর জমি বাছাই করা হয়েছে।

স্থানীয় সাংসদ ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, দক্ষ জনশক্তি তৈরি করতে কোম্পানীগঞ্জ উপজেলাসহ জৈন্তাপুর ও গোয়াইনঘাটে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। এলাকার যুবসমাজের জন্য এটি অনেক বড় সুখবর। এখান থেকে সহজে দক্ষতার প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশে তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।

এই প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হলে কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এটি হলে কোম্পানীগঞ্জ উপজেলার যুব সমাজের বেকারত্ব ঘোচানোর সম্ভাবনার দুয়ার খুলে যাবে। এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিদেশ গমনেচ্ছুক তরুণ, তরুণীরা বিভিন্ন প্রকার হাতের কাজ শিখতে পারবেন। দক্ষ জনশক্তি রপ্তানিতে বড় ভূমিকা রাখবে এই কেন্দ্র।

উপজেলা চেয়ারম্যান মো. শামীম আহমদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার সিংহভাগ মানুষ পাথর খনির ওপর নির্ভরশীল ছিলেন। কয়েক বছর ধরে খনিগুলো বন্ধ থাকায় মানুষ কর্মসংস্থান হারিয়েছে। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকে বিদেশে পাড়ি দিচ্ছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হলে বিদেশগামীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন। কোম্পানীগঞ্জের মানুষ তাই অনেক আশাবাদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত