Ajker Patrika

কুড়িগ্রামে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০০
কুড়িগ্রামে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারে জনসম্মুখে খুর চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে হাসান ইমাম চাঁদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

গত সোমবার বিকেলে পাটেশ্বরী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী হাসান উজ জামান (৩৫) বাদী হয়ে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন।

গ্রেপ্তার চাঁদ সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের মধ্যকুমরপুর গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ভোগডাঙা ইউনিয়নের পশ্চিম মিয়াপাড়া গ্রামের হাসান উজ জামানের (৩৫) সঙ্গে হাসান ইমাম চাঁদের পূর্বশত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে হাসান উজ জামান বাড়ি থেকে বের হয়ে পাটেশ্বরী বাজারে আসলে চাঁদ তাঁর পথরোধ করেন। একপর্যায়ে খুর বের করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন চাঁদকে আটক করে থানায় খবর দেন। লিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হয়েছে। গ্রেপ্তার হাসান ইমাম চাঁদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত