Ajker Patrika

পণ্যমূল্যে দিশেহারা মানুষ

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ১৯
পণ্যমূল্যে দিশেহারা মানুষ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব যেন সরকারি কর্মকর্তাদের ওপর না পড়ে সে জন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এর প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণ ও খেটে খাওয়া মানুষের ওপর। সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে পড়ছে।

গতকাল সোমবার বেলা ১২টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলায় উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের হঠকারী সিদ্ধান্তে বাড়ানো কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের মূল্য ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবি জানান নেতারা।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমির এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আব্দুল রাকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শামসুল আলম পিন্টু, মেহেদি হাসান দিপু, মহিবুজ্জামান কচি প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, সাদিকুল রহমান সবুজ, নিজামুর রহমান লালু, ওহেদুজ্জামান রানা, মুজিবুর রহমান লিটন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাজ্জাদ আহসান তোতন, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, মুজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। উদ্বোধন শেষে কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, হেলাতলা রোডে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত