Ajker Patrika

বেকারি পণ্যের আকার কমেছে, দাম দ্বিগুণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ০৫
বেকারি পণ্যের আকার কমেছে, দাম দ্বিগুণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি চাটখিলে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে ৫ টাকার পাউরুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পৌর শহরসহ উপজেলার সাধারণ মানুষ।

উপজেলার বেকারি পণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে বাজারে ৫০ কেজি আটার বস্তার দাম ছিল ২ হাজার ৫০০ টাকা। কিন্তু এখন তা বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি, চিনি এসবের দাম বৃদ্ধি পাওয়ায় পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বেকারি ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে যে রুটি পাঁচ টাকা ছিল তা এখন ছোট আকারে করা হয়েছে। হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

চাটখিল পৌর শহরের দারোগার বাজার এলাকার চায়ের দোকানদার রিশাদ গাজি বলেন, আগে পাঁচ টাকার যে রুটি ছিল তা এখন ১০ টাকা। একই সঙ্গে সেই রুটি আকারে ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষ এত দামে পণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে ৭০ থেকে ৮০টি রুটি বিক্রি করা হয়, দাম বৃদ্ধিতে বিক্রি হয়েছে ৩০টি। রিশাদ আরও জানান, মালামাল দিতে আসা ডেলিভারি ম্যান বলেছেন সবকিছুর দাম বেড়েছে, এ জন্য তাঁরা বেকারি পণ্যের দাম বাড়িয়েছে।

খিলপাড়া বাজারের বাসিন্দা আবুল কাশেম বুলু বলেন, ‘সামান্য একটা রুটির দাম দ্বিগুণ হয়ে গেছে। বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন সকালে একটা চা, একটা রুটি খেয়ে থাকি। আজকে যখন চায়ের দোকানে যাই দোকানদার বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা! গতকালও পাঁচ টাকায় খেয়েছি, আজ ১০ টাকা হয়ে গেল। আমাদের মতো পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় নেই।’

সাহাপুর বাজারের আজম বেকারির মালিক টিপু সুলতান বলেন, ‘দেশের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এসব পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে। তারপরও আমরা দাম বাড়াইনি। তবে বেকারি কারখানা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। মালামালের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিল বেড়েছে, এসব দিক বিবেচনা করে বেকারি পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। দাম যদি বৃদ্ধি না করা হয়, তাহলে আমাদের বেকারি একপর্যায়ে বন্ধ করে দিতে হবে।’

এ ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, সরকারি নির্দেশনার বাইরে কেউ ইচ্ছামতো দাম বাড়ালে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত