Ajker Patrika

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বিএনপির স্মারকলিপি পেশ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ২১
খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বিএনপির স্মারকলিপি পেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতারা। গতকাল দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তাঁরা।

স্মারকলিপিতে বলা হয়, খালেদা জিয়া ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ২০১৮ সালের ষড়যন্ত্রমূলক একটি মামলায় তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ কারাবাসে তিনি ক্রমাগত অসুস্থ হতে থাকেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে দিন দিন তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। বর্তমানে তিনি শয্যাশায়ী। উন্নত সুচিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে দ্রুত বিদেশ পাঠানোর নির্দেশ দেন।

আরও বলা হয়, বিএনপির দলীয় নেতা-কর্মী ছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ তাঁকে দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে সোচ্চার আছেন। কিন্তু সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে টালবাহানা করছে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হ‌ুমায়ূন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্য আব্দুর রহিম, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মকুল আহমদ মোর্শেদ, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, আবুল কালাম, সিলেট আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরীসহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত