Ajker Patrika

অবকাঠামো উন্নয়নকাজ শুরু নবীনগরে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ০১
অবকাঠামো উন্নয়নকাজ শুরু নবীনগরে

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় সাড়ে ১২ কোটি (১২ কোটি ৫৩ লাখ) টাকার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের আওতায় ১১টি রাস্তা, সাতটি ড্রেন ও তিনটি আরসিসি বক্স কালভার্টের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। গত শুক্রবার সন্ধ্যায় কোর্ট রোডে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ একরামুল সিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর খান, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি প্রমুখ। এ ছাড়া পৌরসভার কাউন্সিলরেরা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত