জিয়াউল হক, যশোর
বেশি লাভের আশায় এবার আগাম পেঁয়াজ চাষ শুরু করেছেন যশোরের কৃষকেরা। বাজারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দাম থাকায় দ্রুত ফসল পেতে কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন। চলতি মৌসুমে ১৯ শ ২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে পেঁয়াজের; যা জেলার ইতিহাসে সর্বোচ্চ। গত পাঁচ বছরের তুলনায় পেঁয়াজের আবাদ ৪১ শতাংশ বাড়লেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ মৌসুমে যশোরে ১৩ শ ৬০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। কৃষকেরা আশানুরূপ দাম না পাওয়ায় ২০১৭–১৮ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ হাজার ৪৫ হেক্টরে। ২০১৮-১৯ মৌসুমে কিছুটা আবাদ বেড়ে দাঁড়ায় ১২ শ ৫০ হেক্টর। কিন্তু ২০১৯ সালের শেষের দিকে পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছাড়ালে অনেক কৃষকই আবাদে আগ্রহী হয়ে ওঠেন। ওই মৌসুমে জেলায় ১৪ শ ৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। আর চলতি মৌসুমে ১৯ শ ২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে পেঁয়াজের; যা আগের বছরের চেয়ে ৫০০ হেক্টর বেশি। পাঁচ বছরের আবাদের পরিমাণ বিশ্লেষণে দেখা গেছে, ৪১ শতাংশ আবাদ বেড়েছে রান্নার অপরিহার্য এই মসলার।
সদর উপজেলার রুদ্রপুর গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘গত বছর ১৫ কাঠা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। সে বছর খরচের প্রায় দ্বিগুণ টাকা লাভ হয়েছিল। ফলে চলতি মৌসুমে বেশ আগে ভাগেই মাটিকাটা পেঁয়াজের আবাদ শুরু করছি এবং জমির পরিমাণও বাড়িয়েছি। এবার এক বিঘা জমিতে চাষ করছি।’
তবে আবাদ বাড়ালেও শঙ্কা কমেনি মিজানুর রহমানের। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম অনেক ওঠানামা করে। গত কয়েক বছর ধরে দেখছি যখন দেশি পেঁয়াজ ওঠে তখন ভারত থেকেও পেঁয়াজ আসে। গতবার আগাম চাষ করে লাভ করেছিলাম। কিন্তু এর আগের বছরগুলোতে দাম পড়ে যাওয়ায় লাভের টাকা ঘরে তুলতে পারিনি। সরকার যদি কৃষকদের কথা মাথায় বাজার নিয়ন্ত্রণ করে তাহলে আরও আবাদ বাড়বে। তখন বাজার আর টালমাটাল হবে না। বাইরে থেকেও আনতে হবে না।’
একই শঙ্কার কথা জানালেন রবিউল ইসলাম নামের আরেক কৃষক। রবিউল ইসলাম বলেন, ‘গতবার ১২ কাঠা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। খরচ হয়েছিল ১৯ হাজার টাকা। কিন্তু যখন ফসল উঠতে শুরু করল, তখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলো। এতে আমরা লোকসানে পড়লাম।’
কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘২০১৬ সালে পেঁয়াজের আবাদ করেছিলাম। কিন্তু সে বছর ফসল ওঠার আগেই ধরা খেলাম। লাভ তো দূরের কথা, খরচের টাকাই তুলতে পারিনি। যে কারণে গত চার বছর চাষ করিনি। তবে এবার শঙ্কা নিয়েই আবাদ শুরু করেছি।’
শুধু রবিউল কিংবা ইসমাইল নন, পেঁয়াজ চাষিদের বেশির ভাগেরই অভিযোগ আমদানি নীতি নিয়ে। তাঁরা বলছেন, গত কয়েক বছর ধরেই দেশে পেঁয়াজের সংকট দেখা যাচ্ছে। যা আমদানি নীতির ভুলের কারণেই হচ্ছে। কৃষকেরা যে সময়ে ফসল তোলেন তখন যদি বিদেশি পেঁয়াজের কারণে তাঁরা ন্যায্য মূল্য না পান তাহলে কেন চাষ করবেন?
যশোরের বাজারে বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গত তিন বছর ধরেই বছরের এই সময়ে এসে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিকল্প পথে হাঁটছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম বলেন, ‘বছরের শেষ সময়ে পেঁয়াজের দাম অনেক বেড়ে যাচ্ছে। এই সংকট মেটাতে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরতা কমাতে চাষিদের আগাম পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে প্রণোদনা ও ভর্তুকির মাধ্যমে বীজ ও চারা সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক চাষিই নির্ধারিত সময়ের আগেই মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু করেছেন।’
যশোর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এ এস এম হুমায়ূন কবির কবু বলেন, ‘পেঁয়াজ সংকট মেটাতে উৎপাদনের বিকল্প নেই। সে ক্ষেত্রে চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এ জন্য যেমন আমদানি নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন তেমনি শক্ত হাতে অসাধু ব্যবসায়ীদেরও দমন করা উচিত।’
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপঙ্কর দাস বলেন, ‘পেঁয়াজ উৎপাদনের মূল সময় শীতকাল। কিন্তু সংকট উত্তরণে এবার আগাম চাষ শুরু করা হচ্ছে। গত ৫ বছরের হিসেবে যশোরে চলতি মৌসুমে ৪১ শতাংশ বেশি এলাকায় পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ২২ হাজার ৯২০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা রয়েছে।’
প্রশিক্ষণ কর্মকর্তা দীপঙ্কর দাস আরও বলেন, ‘শীতকালের পাশাপাশি গ্রীষ্ম ও বর্ষাকালেও পেঁয়াজের আবাদ করা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে এক হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের নগদ অর্থ ও বীজসহ আনুষঙ্গিক সুবিধা দেওয়া হচ্ছে। ফলে অসময়ে হেক্টরপ্রতি ১৫-২০ টন পর্যন্ত পেঁয়াজ তুলতে পারবেন চাষিরা। এতে বাজারে যেমন পেঁয়াজের ঘাটতি কমবে, তেমনি কৃষকেরাও লাভবান হতে পারবেন।’
বেশি লাভের আশায় এবার আগাম পেঁয়াজ চাষ শুরু করেছেন যশোরের কৃষকেরা। বাজারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দাম থাকায় দ্রুত ফসল পেতে কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন। চলতি মৌসুমে ১৯ শ ২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে পেঁয়াজের; যা জেলার ইতিহাসে সর্বোচ্চ। গত পাঁচ বছরের তুলনায় পেঁয়াজের আবাদ ৪১ শতাংশ বাড়লেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ মৌসুমে যশোরে ১৩ শ ৬০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। কৃষকেরা আশানুরূপ দাম না পাওয়ায় ২০১৭–১৮ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ হাজার ৪৫ হেক্টরে। ২০১৮-১৯ মৌসুমে কিছুটা আবাদ বেড়ে দাঁড়ায় ১২ শ ৫০ হেক্টর। কিন্তু ২০১৯ সালের শেষের দিকে পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছাড়ালে অনেক কৃষকই আবাদে আগ্রহী হয়ে ওঠেন। ওই মৌসুমে জেলায় ১৪ শ ৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। আর চলতি মৌসুমে ১৯ শ ২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে পেঁয়াজের; যা আগের বছরের চেয়ে ৫০০ হেক্টর বেশি। পাঁচ বছরের আবাদের পরিমাণ বিশ্লেষণে দেখা গেছে, ৪১ শতাংশ আবাদ বেড়েছে রান্নার অপরিহার্য এই মসলার।
সদর উপজেলার রুদ্রপুর গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘গত বছর ১৫ কাঠা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। সে বছর খরচের প্রায় দ্বিগুণ টাকা লাভ হয়েছিল। ফলে চলতি মৌসুমে বেশ আগে ভাগেই মাটিকাটা পেঁয়াজের আবাদ শুরু করছি এবং জমির পরিমাণও বাড়িয়েছি। এবার এক বিঘা জমিতে চাষ করছি।’
তবে আবাদ বাড়ালেও শঙ্কা কমেনি মিজানুর রহমানের। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম অনেক ওঠানামা করে। গত কয়েক বছর ধরে দেখছি যখন দেশি পেঁয়াজ ওঠে তখন ভারত থেকেও পেঁয়াজ আসে। গতবার আগাম চাষ করে লাভ করেছিলাম। কিন্তু এর আগের বছরগুলোতে দাম পড়ে যাওয়ায় লাভের টাকা ঘরে তুলতে পারিনি। সরকার যদি কৃষকদের কথা মাথায় বাজার নিয়ন্ত্রণ করে তাহলে আরও আবাদ বাড়বে। তখন বাজার আর টালমাটাল হবে না। বাইরে থেকেও আনতে হবে না।’
একই শঙ্কার কথা জানালেন রবিউল ইসলাম নামের আরেক কৃষক। রবিউল ইসলাম বলেন, ‘গতবার ১২ কাঠা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। খরচ হয়েছিল ১৯ হাজার টাকা। কিন্তু যখন ফসল উঠতে শুরু করল, তখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলো। এতে আমরা লোকসানে পড়লাম।’
কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘২০১৬ সালে পেঁয়াজের আবাদ করেছিলাম। কিন্তু সে বছর ফসল ওঠার আগেই ধরা খেলাম। লাভ তো দূরের কথা, খরচের টাকাই তুলতে পারিনি। যে কারণে গত চার বছর চাষ করিনি। তবে এবার শঙ্কা নিয়েই আবাদ শুরু করেছি।’
শুধু রবিউল কিংবা ইসমাইল নন, পেঁয়াজ চাষিদের বেশির ভাগেরই অভিযোগ আমদানি নীতি নিয়ে। তাঁরা বলছেন, গত কয়েক বছর ধরেই দেশে পেঁয়াজের সংকট দেখা যাচ্ছে। যা আমদানি নীতির ভুলের কারণেই হচ্ছে। কৃষকেরা যে সময়ে ফসল তোলেন তখন যদি বিদেশি পেঁয়াজের কারণে তাঁরা ন্যায্য মূল্য না পান তাহলে কেন চাষ করবেন?
যশোরের বাজারে বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গত তিন বছর ধরেই বছরের এই সময়ে এসে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিকল্প পথে হাঁটছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম বলেন, ‘বছরের শেষ সময়ে পেঁয়াজের দাম অনেক বেড়ে যাচ্ছে। এই সংকট মেটাতে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরতা কমাতে চাষিদের আগাম পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে প্রণোদনা ও ভর্তুকির মাধ্যমে বীজ ও চারা সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক চাষিই নির্ধারিত সময়ের আগেই মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু করেছেন।’
যশোর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এ এস এম হুমায়ূন কবির কবু বলেন, ‘পেঁয়াজ সংকট মেটাতে উৎপাদনের বিকল্প নেই। সে ক্ষেত্রে চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এ জন্য যেমন আমদানি নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন তেমনি শক্ত হাতে অসাধু ব্যবসায়ীদেরও দমন করা উচিত।’
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপঙ্কর দাস বলেন, ‘পেঁয়াজ উৎপাদনের মূল সময় শীতকাল। কিন্তু সংকট উত্তরণে এবার আগাম চাষ শুরু করা হচ্ছে। গত ৫ বছরের হিসেবে যশোরে চলতি মৌসুমে ৪১ শতাংশ বেশি এলাকায় পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ২২ হাজার ৯২০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা রয়েছে।’
প্রশিক্ষণ কর্মকর্তা দীপঙ্কর দাস আরও বলেন, ‘শীতকালের পাশাপাশি গ্রীষ্ম ও বর্ষাকালেও পেঁয়াজের আবাদ করা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে এক হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের নগদ অর্থ ও বীজসহ আনুষঙ্গিক সুবিধা দেওয়া হচ্ছে। ফলে অসময়ে হেক্টরপ্রতি ১৫-২০ টন পর্যন্ত পেঁয়াজ তুলতে পারবেন চাষিরা। এতে বাজারে যেমন পেঁয়াজের ঘাটতি কমবে, তেমনি কৃষকেরাও লাভবান হতে পারবেন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫