Ajker Patrika

আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও খুশি কৃষক

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৩০
আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও খুশি কৃষক

কুষ্টিয়ার কুমারখালীতে আমন কাটার ধুম পড়েছে। এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ফলন নিয়ে খুশি অধিকাংশ কৃষক। এখন মাঠে-মাঠে চলছে ধান কাটার মহোৎসব।

উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক মাঠ ঘুরে দেখা গেছে, কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। কেউ কেউ ধান নিয়ে যাচ্ছেন বাড়ির আঙিনায়। দম ফেলানোর সময় নেই কারও। মহা ব্যস্ততায় দিন কাটছে কৃষকদের। আমন ধানের গন্ধে ভরে উঠেছে গ্রামীণ জনপদ। কৃষকের বাড়ির আঙিনায় শুধু ধান আর ধান। আমনের বাম্পার ফল হওয়ায় আর বাজারে দাম ভালো থাকায় কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, এবার সময়মতো বৃষ্টি না হলেও ধান ভালো হয়েছে। কৃষকেরা এখন ধান কাটায় ব্যস্ত। শ্রমিক নিয়ে এবার সমস্যা নেই তেমন।’

সদকী ইউনিয়নের করাদ কান্দি গ্রামের কৃষক কেয়া শেখ বলেন, ‘ধান কাটা চলছে পুরোদমে। ফলন ভালো হাওয়ায় কৃষকেরা বেশ খুশি।

শিলাইদহ ইউনিয়নের ধান চাষি নজরুল বলেন, ‘কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। গত কয়েক বছর ধরে ধানের বাজার ভালো। আশা করি এবার ন্যায্যমূল্য পাব।’

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৪৮ হেক্টর জমিতে। কিন্তু আমনের আবাদ হয়েছে মাত্র ১৪ হাজার ১৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৩৩ হেক্টর কম। সময়মতো বৃষ্টি না হওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে জিকে খালে পানি না থাকায় কৃষকেরা এবার পানির সমস্যায় ভুগছিলেন। তাই ধানের পরিবর্তে অনেকে সবজি ও ডাল চাষ করেছেন।

আরও জানা গেছে, এ বছর উপজেলায় ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ৩ হাজার ২০০ হেক্টর বেশি। এ ছাড়া মাষকলাই ডালের চাষ হয়েছে ৩৩৫ হেক্টর জমিতে। যা গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ‘সময়মতো বৃষ্টি না হওয়া এবং জিকে খালে পানি না থাকায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে, কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবারও ভালো ধান হয়েছে। ধানের বাম্পার ফল পাবেন কৃষক। বাজারে ভালো দাম থাকায় লাভবান হবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত