Ajker Patrika

নৌকা নিয়ে কটূক্তির প্রতিবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০: ২৮
নৌকা নিয়ে কটূক্তির  প্রতিবাদ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা প্রতীককে কটূক্তি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জৈনসার ইউপির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে। এতে নৌকার প্রার্থীর পক্ষে জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল রোববার সকালে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এ সময় উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী, নৌকার প্রার্থী আবুল খায়ের ব্যাপারী, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত শেখ, সহসভাপতি খলিল শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার হাওলাদারসহ আরও অনেকে।

জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী বলেন, ‘হুঁশিয়ারি দিয়ে বলতে চাই তিনি যে কটূক্তি করেছে তাঁর বিরুদ্ধে দলের হাইকমান্ড থেকে শুরু করে সবার কাছে এই বিষয়টি আমরা জানাব।’

নৌকার প্রার্থী আবুল খায়ের ব্যাপারী বলেন, ‘গতবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন চেয়ারম্যান হয়েছেন। কিন্তু এবার নৌকা না পাওয়ায় তিনি নৌকার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’

রফিকুল ইসলাম দুদু বলেন, ‘ ভোট চাওয়ার সময় বলেছি, সংসদ নির্বাচনে নৌকায় একটি ভোট কম হলে ফেল করতে পারে। এতে দলের ক্ষতি হয়। এটা যেহেতু স্থানীয় নির্বাচন সেহেতু ব্যক্তিকে ভোট দিতে পারেন। সংসদ নির্বাচনে যে নৌকা এটা সে নৌকা না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত