Ajker Patrika

আ.লীগের এক পক্ষের সভাপতি প্রার্থী ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৯
আ.লীগের এক পক্ষের সভাপতি প্রার্থী ঘোষণা

পাবনা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক পক্ষের নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

‘ঈশ্বরদী উপজেলা, পৌর আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের’ ব্যানারে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করে।

এতে উপজেলা কমিটির সভাপতি পদে পৌর মেয়র ও দলের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক সাকিবুর রহমান শরীফ কনকের নাম ঘোষণা করা হয়। নেতা–কর্মীর উপস্থিতিতে ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর সহধর্মিণী কামরুন্নাহার শরীফ দুই প্রার্থীর হাত তুলে পরিচয় করিয়ে দেন।

শহরের শেরশাহ সড়কে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, কেন্দ্রীয় উপকমিটি সদস্য সাকিবুর রহমান শরীফসহ আওয়ামী লীগের ও দলের অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মী।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। অভ্যন্তরীণ প্রতিযোগিতায় আসন্ন সম্মেলনে কেউ যদি প্রার্থী হতে চান বা ইচ্ছা প্রকাশ করেন তবে তাঁকে উৎসাহ দেওয়া উচিত। এটা খারাপ কিছু না।’

আগামী ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনে দলের একাধিক পক্ষ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত। এরই মধ্যে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে সাংসদ নুরুজ্জামান বিশ্বাস তাঁর পছন্দের প্রার্থী হিসেবে উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ নেতা নায়েব আলী বিশ্বাসের নাম ঘোষণা করেন। নায়েব আলী বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত