Ajker Patrika

বাড়ছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০: ১০
বাড়ছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

তাপমাত্রা কমতে শুরু করায় একটু একটু করে বাড়ছে শীতের প্রকোপ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তখন শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

গতকাল রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, গত শনিবার রাত থেকে দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনো উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।’

বাতাসের কারণে শীত আরেকটু বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’ গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত