Ajker Patrika

ছবির ফ্রেম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ২৫
ছবির ফ্রেম

দেয়ালে বা বেড সাইড টেবিলে রাখা ছবির ফ্রেমগুলোর সঠিক যত্ন নিচ্ছেন তো? ঠিকভাবে যত্ন না নিলে এসব ফ্রেম ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।

আর্দ্রতা থেকে দূরে রাখুন
যে দেয়ালের ওপর সরাসরি সূর্যের আলো পড়ে বা জানালার পাশে যেখানে বাতাস চলাচল করে, সেখানে ছবির ফ্রেম রাখবেন না। এমন জায়গায় রাখলে ফ্রেমের কাচের নিচের অংশ ঘেমে যাবে ও ভেতরে ধুলোবালি জমা হতে থাকবে। মোটকথা, তাপ ও তীব্র বাতাস থেকে দূরে রাখলেই ছবির ফ্রেম ও ছবি ভালো থাকবে।

নিয়মিত পরিষ্কার
নিয়মিত আলতো হাতে কাঠের ফ্রেম মুছে নিন। কাঠের ফ্রেমে ধুলোবালি জমতে দেওয়া যাবে না। কাঠের ফ্রেমের নকশায় ধুলো জমলে পরে পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তা ছাড়া এতে ফ্রেমে উজ্জ্বলতাও কমে আসে।

ফ্রেম অনুযায়ী যত্ন
ছবির ফ্রেম প্লাস্টিক ফাইবার, কাঠ, ধাতব ও চামড়ার হতে পারে। ফলে একেক ধরনের ফ্রেম পরিষ্কারের উপায় একেক রকম। ধাতব ফ্রেম হলে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। অন্যদিকে কাঠের ফ্রেম পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে নরম সুতির কাপড়। চামড়ার ফ্রেম পরিষ্কার করার জন্য বাজারে বিশেষ পরিষ্কারক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে।

ফ্রেমের কাচ পরিষ্কারে সতর্কতা
কাচের ওপর সরাসরি গ্লাস ক্লিনিং স্প্রে না দিয়ে পাতলা সুতির কাপড়ের ওপর স্প্রে করুন। কারণ সরাসরি কাচের ওপর স্প্রে করলে ধীরে ধীরে তরল রাসায়নিক কাচের নিচের অংশে জমা হয়। এতে ভেতরকার ছবি নষ্ট হয়ে যেতে পারে।

সূত্র: ফ্রেম ইট ইজি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত