Ajker Patrika

ভোটকেন্দ্রে হামলার ঘটনায় আসামি ১২

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৫৩
ভোটকেন্দ্রে হামলার ঘটনায় আসামি ১২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সেলিম মোল্লা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত রোববার পুইশুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. রাজু শিকদারের ছোট ভাই রোমান শিকদার বাদী হয়ে ১২ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলার পুইশুর ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে মো. রাজু শিকদারকে বিজয়ী ঘোষণা করে ফল ঘোষণা করা হয়। এতে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী সেলিম মোল্লা ক্ষিপ্ত হয়ে তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে ধারালো রামদা, লোহার রড ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রসহ বিজয়ী ইউপি সদস্য রাজু শিকদারের বাড়িতে অতর্কিত হামলা চালান। বাঁধা দিতে গেলে রাজু শিকদার ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারপিট করা হয়। এ সময় হামলাকারীরা সোনার গয়না, নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যান। পরে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনে পুইশুর ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সেলিম মোল্লা ২ ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি এ ফল প্রত্যাখ্যান করে পুনরায় আরও দুই বার ভোট গণনা করান। তাতেও জয়ী না হতে পেরে ক্ষিপ্ত হয়ে বিপুলসংখ্যক লোকজন নিয়ে ভোটকেন্দ্র ঘিরে ফেলেন এবং ভোট কেন্দ্রের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাঁধা দিতে গেলে আমাকে লাঞ্ছিত করা হয়। পাশাপাশি দায়িত্বরত পুলিশ ও পোলিং এজেন্টদের ওপর হামলা চালানো হয়। প্রাণভয়ে পুলিশকে গুলি করার নির্দেশ দিলে হামলাকারীরা ভয়ে পালিয়ে যান। এ ঘটনায় আমার কেন্দ্রে দায়িত্বে থাকা দুই পোলিং এজেন্ট গুরুতর আহত হন।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন, ‘পুলিশকে বাদী হয়ে মামলা করার কথা বলা হয়েছে। তবে বিজয়ী ইউপি সদস্যের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। যেহেতু মামলা হয়েছে সেহেতু এটি কঠোরভাবে তদারকি করা হবে।’

প্রসঙ্গত, ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত