Ajker Patrika

শিশুদের স্নেহ করতেন মহানবী (সা.)

মুফতি আবু দারদা
শিশুদের স্নেহ করতেন মহানবী (সা.)

শিশুদের প্রতি কোমল আচরণ করতেন মহানবী (সা.)। তাঁর পরিবার-পরিজন ও সাহাবিদেরও তিনি শিশুদের স্নেহ করার আদেশ দেন। শুধু নিজের সন্তান কিংবা নাতি-নাতনিই নয়, এতিম, অসহায় এবং যেকোনো শিশুকেই তিনি খুব স্নেহ করতেন। তাদের কোলে উঠিয়ে নিতেন এবং চুমো খেয়ে আদর করতেন। ছোটদের স্নেহ করাকে তিনি মুসলিম হওয়ার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান বোঝে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (তিরমিজি ও আবু দাউদ)

অন্য হাদিসে আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) হাসান (রা.)-কে ভালোবেসে চুমু খেলেন। সেখানে আকরা ইবনে হাবেস আত-তামিমি (রা.) উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার ১০ জন সন্তান আছে; আমি তাদের কাউকে কখনো চুমু খাইনি। রাসুলুল্লাহ (সা.) তার দিকে তাকান এবং বলেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (বুখারি)

বিশেষ করে এতিম শিশুদের স্নেহ করার ব্যাপারে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তাদের আদর-যত্নে প্রতিপালন করতে বলেন। হাদিসে নবী (সা.) বলেন, ‘আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে কাছাকাছি থাকব। এ কথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙুল দিয়ে ইঙ্গিত করেন এবং এ দুটির মাঝে সামান্য ফাঁক রাখেন।’ (বুখারি)

মহানবী (সা.) নামাজ পড়ার সময় তাঁর নাতি হাসান-হোসাইন (রা.) খেলাধুলা করতেন এবং তাঁর পিঠে চড়ে বসতেন। তাদের খেলার সুবিধার্থে তিনি দীর্ঘ সিজদা করতেন, রুকু করতেন। তিনি বলেন, ‘আমার সন্তান আমাকে বাহন বানিয়েছে। আমি তাড়াতাড়ি উঠতে অপছন্দ করলাম, যেন সে তার কাজ সমাধা করতে পারে।’ (নাসায়ি) 

মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত