Ajker Patrika

সাগরের জেলেদের টিকা দেওয়া শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫২
সাগরের জেলেদের টিকা দেওয়া শুরু

করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের দুবলারচরে অবস্থান করা জেলেদের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুবলারচরের আলোরকোলে এই কার্যক্রম শুরু হয়। দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে ১৪ হাজার জেলেদের এক ডোজের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এই কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের টিকা কার্যক্রমে সিভিল সার্জন ছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম সমাদ্দারসহ দুজন চিকিৎসা কর্মকর্তা, বন বিভাগের দুবলা টহল ফাঁড়ির ইনচার্জ প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উাদ্দন আহম্মেদ অংশ নেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্গম সাগরপাড়ের দুবলারচরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়িয়া; এই তিনটি চরের জেলেদের টিকা কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা কর্মকর্তা ডা. সৌরসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এই দেবেন। এ ছাড়া রেডক্রিসেন্টের আটজন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেন।

তিনি আরও জানান, জেলেদের জন্য ‘জনসন অ্যান্ড জনসন’ ব্রান্ডের ১৮ হাজার টিকা দুবলায় নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেদের দেওয়া হবে এই টিকা। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজ লাগবে না এবং একই সঙ্গে এসব জেলেকে টিকা কার্ড দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত