Ajker Patrika

ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১: ৫৩
ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ

মাদারীপুরের শিবচর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদার। গতকাল সোমবার শিবচর প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ জুন হজ পালনের উদ্দেশ্যে আতিকুর রহমান মুরাদ হাওলাদার সৌদি আরবে যান। ৩ আগস্ট তিনি দেশে ফেরেন। গত ২৩ জুলাই উৎরাইল হাটে একটি ভাড়া দেওয়া ঘর থেকে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। ঘরটি উৎরাইল হাটের ব্যবসায়ীরা ভাড়া নিয়ে তাঁদের পণ্যসামগ্রী রাখেন। তবে ওই ঘরে কী ধরনের মালামাল রাখা হয়, তা জানা ছিল না তাঁর। ওই ঘর থেকে উদ্ধার হওয়া মালামালের বিষয়ে তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। রনি হাওলাদার, পলাশ হাওলাদার ও বিল্লাল মুন্সী নামের স্থানীয় তিন যুবক এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে দাবি সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারের। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানান তিনি।

মুরাদ হাওলাদার বলেন, ‘ওই তিন যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা মাদক সেবন ও বিক্রি করেন। তাঁদের নামে মামলাও রয়েছে। তাঁরা আমার সম্মান ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত