দুই বছর আগে সেপ্টেম্বরে ম্যানচেস্টার সফরের অম্লমধুর স্মৃতিটা ক্যারিয়ারে নিশ্চিত আলাদা হয়ে থাকবে ক্রিস্টোফার এনকুকুর কাছে। কোচ পেপ গার্দিওলার ক্ষুরধার মস্তিষ্ক ও তারকায় ঠাসা সিটিজেনদের বিপক্ষে একাই কী লড়াইটা না করেছিলেন ফরাসি ফরোয়ার্ড! কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয় ‘নিঃসঙ্গ শেরপা’ হয়ে।
প্রথম সাক্ষাতেই সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল আরবি লাইপজিগ। জার্মান ক্লাবটির তিন গোলই করেছিলেন এনকুকু। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি লেগে অবশ্য ঠিকই প্রতিশোধ নেয় জার্মান ক্লাবটি। দুই বছর পর আবারও মুখোমুখি দুই দল। তবে এবার লড়াইটা শেষ ষোলোয়। প্রথম লেগে আজ রেড বুল অ্যারেনায় সিটিজেনদের আতিথেয়তা দেবে মার্কো রোজের দল। গার্দিওলার শিষ্যদের হারাতে জার্মান কোচ তাকিয়ে থাকবেন এনকুকুর দিকে।
গার্দিওলাকে এখন সব ম্যাচের কৌশল সাজাতে হবে অনেক হিসাব মাথায় রেখে। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে তাঁর দল। গত ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র না করলে লিগের শীর্ষস্থানও দখল হয়ে যেত সিটির। সেই আক্ষেপ নিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে তাঁর। সিটিকে ইউরোপের অধরা মুকুট পরানোর চ্যালেঞ্জটা এবার যেন আরও বেশি স্প্যানিশ কোচের। তবে জার্মান সফরে নিজের অন্যতম অস্ত্র আর্লিং হালান্ডেই ভরসা করবেন গার্দিওলা। চলতি মৌসুমে বুন্দেসলিগা ছেড়ে ইংলিশ ফুটবলে আসা এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে বেশ পরিচিত লাইপজিগ। বরুসিয়া ডর্টমুন্ডে থাকতে বুন্দেসলিগার তিনি বেশি গোল করেছেন লাইপজিগের বিপক্ষেই। তবু হালান্ডকে নিয়ে চিন্তিত নন উইলি অর্বান। সিটি স্ট্রাইকারকে আটকানো কঠিন হলেও সাহস রাখছেন লাইপজিগ সেন্টার ব্যাক ও অধিনায়ক, ‘অবশ্যই তাঁকে (হালান্ড) ঠেকানো কঠিন। তবে সাহসের সঙ্গে সেটা করতে পারি।’
পোর্তোর ইন্টার-পরীক্ষা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ দেখা হয়ে যাচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও পোর্তোর। নেরাজ্জুরিরা সান সিরোতে আজ রাতে আতিথেয়তা দেবে পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোকে। এই দুই দলের সাক্ষাতে অবধারিতভাবে একটি নাম স্মরণে আসবে সবার আগে—হোসে মরিনহো। পর্তুগিজ কোচ হয়তো এই ম্যাচ দেখতে আসতেও পারেন। নিজের সাবেক দুই ক্লাব বলে কথা! রোমার দায়িত্ব নিয়ে এখন ‘স্পেশাল ওয়ান’ ইতালিতেই আছেন। ২০০৩-০৪ মৌসুমে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ২০০৯-১০ মৌসুমে ইন্টারকেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন মরিনহো।
দুই বছর আগে সেপ্টেম্বরে ম্যানচেস্টার সফরের অম্লমধুর স্মৃতিটা ক্যারিয়ারে নিশ্চিত আলাদা হয়ে থাকবে ক্রিস্টোফার এনকুকুর কাছে। কোচ পেপ গার্দিওলার ক্ষুরধার মস্তিষ্ক ও তারকায় ঠাসা সিটিজেনদের বিপক্ষে একাই কী লড়াইটা না করেছিলেন ফরাসি ফরোয়ার্ড! কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয় ‘নিঃসঙ্গ শেরপা’ হয়ে।
প্রথম সাক্ষাতেই সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল আরবি লাইপজিগ। জার্মান ক্লাবটির তিন গোলই করেছিলেন এনকুকু। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি লেগে অবশ্য ঠিকই প্রতিশোধ নেয় জার্মান ক্লাবটি। দুই বছর পর আবারও মুখোমুখি দুই দল। তবে এবার লড়াইটা শেষ ষোলোয়। প্রথম লেগে আজ রেড বুল অ্যারেনায় সিটিজেনদের আতিথেয়তা দেবে মার্কো রোজের দল। গার্দিওলার শিষ্যদের হারাতে জার্মান কোচ তাকিয়ে থাকবেন এনকুকুর দিকে।
গার্দিওলাকে এখন সব ম্যাচের কৌশল সাজাতে হবে অনেক হিসাব মাথায় রেখে। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে তাঁর দল। গত ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র না করলে লিগের শীর্ষস্থানও দখল হয়ে যেত সিটির। সেই আক্ষেপ নিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে তাঁর। সিটিকে ইউরোপের অধরা মুকুট পরানোর চ্যালেঞ্জটা এবার যেন আরও বেশি স্প্যানিশ কোচের। তবে জার্মান সফরে নিজের অন্যতম অস্ত্র আর্লিং হালান্ডেই ভরসা করবেন গার্দিওলা। চলতি মৌসুমে বুন্দেসলিগা ছেড়ে ইংলিশ ফুটবলে আসা এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে বেশ পরিচিত লাইপজিগ। বরুসিয়া ডর্টমুন্ডে থাকতে বুন্দেসলিগার তিনি বেশি গোল করেছেন লাইপজিগের বিপক্ষেই। তবু হালান্ডকে নিয়ে চিন্তিত নন উইলি অর্বান। সিটি স্ট্রাইকারকে আটকানো কঠিন হলেও সাহস রাখছেন লাইপজিগ সেন্টার ব্যাক ও অধিনায়ক, ‘অবশ্যই তাঁকে (হালান্ড) ঠেকানো কঠিন। তবে সাহসের সঙ্গে সেটা করতে পারি।’
পোর্তোর ইন্টার-পরীক্ষা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ দেখা হয়ে যাচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও পোর্তোর। নেরাজ্জুরিরা সান সিরোতে আজ রাতে আতিথেয়তা দেবে পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোকে। এই দুই দলের সাক্ষাতে অবধারিতভাবে একটি নাম স্মরণে আসবে সবার আগে—হোসে মরিনহো। পর্তুগিজ কোচ হয়তো এই ম্যাচ দেখতে আসতেও পারেন। নিজের সাবেক দুই ক্লাব বলে কথা! রোমার দায়িত্ব নিয়ে এখন ‘স্পেশাল ওয়ান’ ইতালিতেই আছেন। ২০০৩-০৪ মৌসুমে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ২০০৯-১০ মৌসুমে ইন্টারকেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন মরিনহো।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫