Ajker Patrika

গল্পই এই সিনেমার প্রাণশক্তি

শিহাব আহমেদ
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৭: ০৮
গল্পই এই সিনেমার প্রাণশক্তি

বিরতি কাটিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন মডেল-অভিনেত্রী আইরিন সুলতানা। ২৩ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে তাঁর অভিনীত সিনেমা ‘কাগজ: দ্য পেপার’। এতে তাঁর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইমন। একজন লেখকের জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন জুলফিকার জাহেদী। নতুন সিনেমা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আইরিনের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ। 

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?
বড় পর্দায় সিনেমা মুক্তির অনুভূতিটা একেবারেই অন্য রকম। দীর্ঘদিন পর সিনেমা মুক্তি পাচ্ছে। আবারও দর্শকদের সামনে আসব, স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে।

‘কাগজ’ সিনেমার গল্প ও আপনার চরিত্রটি কেমন?
একজন লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন, সেটাই এই সিনেমার মূল উপজীব্য। একেবারেই ভিন্ন ধারার গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। গল্পই এই সিনেমার প্রাণশক্তি। আমার বিশ্বাস, যাঁরা হলে যাবেন, তাঁদের প্রত্যাশা পূরণ হবে। এতে দর্শক আমাকে রেণু চরিত্রে দেখতে পাবেন। চরিত্রের পুরো বিবরণী এখন দিতে চাই না। হলে গিয়ে সিনেমাটি দেখলেই সব জানা যাবে। তবে এটুকু বলতে পারি এই সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ।

এতে আপনার বিপরীতে ইমন কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? 
এককথায় দারুণ! বড় পর্দায় এ নিয়ে দ্বিতীয়বার আমরা জুটি হয়ে আসছি। এর আগে ‘আকাশ মহল’ নামের একটি সিনেমায় কাজ করেছি আমরা। এ ছাড়া বিজ্ঞাপনেও কাজ করেছি। তাই আমাদের পারস্পরিক বোঝাপড়াটা অনেক ভালো ছিল।

 আপনার অভিনীত আর কোন কোন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে?
করোনার কারণে অনেক সিনেমা আটকে গিয়েছিল। এর মধ্যে বুলবুল জ্বিলানীর ‘রৌদ্র ছায়া’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া আবু সাইয়ীদ পরিচালিত ‘একজন কবির মৃত্যু’ সিনেমাটি দেশে মুক্তি না পেলেও বিদেশের একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

পশ্চিমবঙ্গের একটি সিনেমাতেও কাজ করেছিলেন। সেই সিনেমার কী খবর? 
রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘শিবরাতি’ সিনেমায় অভিনয় করেছি। এতে আমার চরিত্রের নাম অঞ্জলি। সে স্বাধীনচেতা এক নারী। সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগেই। করোনার কারণে মুক্তি আটকে গিয়েছিল তখন। এরপর কোনো আপডেট পাইনি।

আইরিন সুলতানাবর্তমান ব্যস্ততা কী নিয়ে? 
অভিনয়ের ব্যস্ততা এখন কম। আসলে অভিনয় নিয়ে নিজের পরিকল্পনা বদলেছি। আগে কাজের ব্যাপারে অত বাছবিচার করতাম না। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। অ্যাভারেজ কাজ আর নয়। ভালো কাজ হলেই অভিনয় করব। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এ কারণেই অনেকে মনে করেন আমি হারিয়ে গেছি। আমি আসলে ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি।

অনেকেই ওটিটিতে মনোযোগী হচ্ছেন। এই মাধ্যম নিয়ে কোন পরিকল্পনা আছে আপনার? 
এখন তো ওটিটির জয়জয়কার। দেশের বাইরেও আমাদের কাজ নিয়ে প্রশংসা হচ্ছে। কাজের প্রশংসার চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। ভালো গল্প, নির্মাতা পেলে অবশ্যই ওটিটিতে কাজ করার ইচ্ছা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত