Ajker Patrika

কান উৎসবে প্রিমিয়ার হবে পরীমণির ‘মা’

কান উৎসবে প্রিমিয়ার হবে পরীমণির ‘মা’

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হবে বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা।

অরণ্য আনোয়ার জানান, বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দেশে সিনেমা মুক্তি দিয়েই নির্মাতা অরণ্য আনোয়ার ও সিনেমার প্রযোজক পুলক কান্তি বড়ুয়া দেশ ছাড়বেন ফ্রান্সের কান শহরের উদ্দেশে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলোচনা করবেন ‘মা’ সিনেমাটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে।

পরীমণি এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। তাই অনেক দিন হলো পর্দায় নেই তিনি। মা সিনেমার শুটিং শেষ করেই বিরতিতে গিয়েছেন পরী। ইতিমধ্যেই সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। সিনেমাকে ঘিরে চলছে নানা প্রচারণা। প্রকাশ করেছেন সিনেমার পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। 
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের এক গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।

নির্মাতা অরণ্য আনোয়ার ও পরীমণিমা সিনেমা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর ছেলে) আমার গর্ভে। ওকে গর্ভে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন ছবিটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বলে বোঝানো যাবে না।’

নাট্যনির্মাতা হিসেবে অরণ্য আনোয়ারের ক্যারিয়ার তিন দশকের। এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করলেন। কানে সিনেমার প্রিমিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি। একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সব মাকে উৎসর্গ করেই এ ছবিটি আমি নির্মাণ করেছি।’

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত