Ajker Patrika

কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় পথচারী নিহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৫৭
কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় পথচারী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাটিবাহী ড্রামট্রাক চাপায় মো. হাফিজ উল্যাহ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্যাহ ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ৭ নম্বর ওয়ার্ডের মৃত বজলের রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজার-সোনাগাজী সড়কের কোম্পানীগঞ্জের মুছাপুর ৪ নম্বর ওয়ার্ড বাংলাবাজার মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিলেন হাফিজ উল্যাহ। এ সময় পেছন থেকে আসা একটি মাটিবাহী ড্রামট্রাক তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে সড়কে বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বসুরহাটের একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি তৎক্ষণাৎ জব্দ করা সম্ভব হয়নি। চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত