Ajker Patrika

বাজারে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষতি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০: ৩৬
বাজারে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষতি

হঠাৎ মধ্যরাতে চিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘুমে থেকে জেগে দেখে আগুনের লেলিহান শিখা। কাউখালীর চিরাপাড়া বাজারে দোকান পাট ঘরবাড়ি পুড়েছে এই আগুনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্রে জানা যায়, আগুনে মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী, পারভেজ, মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীর, ইসমাইলসহ ৯ জনের ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে । কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

কাউখালী ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা ইমরান হোসেন জানান, সংবাদ পেয়ে দ্রুত কাউখালীর সব ইউনিট ও পরে রাজাপুর থেকে আশা দুটি ইউনিটসহ ৫ ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরই মধ্যে নয়টি দোকান ও তিনটি বসত ঘর পুড়ে যায়। পারভেজের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও কীভাবে সূত্রপাত ঘটেছে তা এখন নিরূপণ করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত