গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে পানির অভাবে আমনখেত ফেটে চৌচির হয়ে গেছে। পানির জন্য কৃষকেরা হাহাকার করছেন। এ বছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়াও যাচ্ছে না। কৃষকেরা বলছেন, বৃষ্টি না হলে বা সেচের মাধ্যমে সময়মতো আমনের খেতে পানি দিতে না পারলে ধানের চারা মরে যাবে। ব্যাহত হবে ফসল উৎপাদন।
উপজেলা কৃষি অফিস বলছে, আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষককে সেচের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে লোডশেডিংয়ে কারণেও সেচ কাজ বিঘ্নিত হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। পানির অভাবে বাকি রোপণ কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানির অভাবে অধিকাংশ জমিই সেচের মাধ্যমে চাষ করা হচ্ছে।
উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমনের চারা রোপণের পর খেতে এখন পানির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। কোথাও জমিতে রোপণ করা ধানের চারা রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় শত শত একর জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেচ দিতে বিপত্তিতে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, জমি চাষ, শ্রমিক খরচ, ডিজেল, সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে ধান চাষ করে লাভবান হতে পারবেন না তাঁরা। ভাদ্র মাসের শুরুতেই চৈত্রের মতো খরা। রোপণ করা জমির ধান বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন কৃষক।
এই অবস্থায় কৃষকেরা অতিরিক্ত টাকা খরচ করে ডিজেল শ্যালো মেশিন ও বিদ্যুচ্চালিত সেচের ওপর ভরসা করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন।
উপজেলার চরআলগী ইউনিয়নের কৃষক শামছুদ্দিন শেখ বলেন, ‘শ্রাবণ গেল, বৃষ্টির দেখা নাই, সেচ দিয়ে চারা রোপণ করেছি। এখন আবার পানির অভাবে খেত শুকিয়ে চৌচির হয়ে গেছে।’
গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কৃষক আলিমউদ্দিন বলেন, ‘জীবনভর দেখলাম, শ্রাবণ-ভাদ্র মাস আমন রোপণের সময় জমিতে বৃষ্টির পানি জমে থাকে। সেই পানিতেই আমন আবাদ করি। এবার মেঘ নাই, বিদ্যুৎ নেই, জমি আর বীজতলা তৈরি থাকলেও চারা লাগাইতে পারতাছি না।’
সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মতিন বলেন, ‘জমি চাষ দিয়া বৃষ্টির আশায় বইসা আছি। ডিজেল, বিদ্যুৎ খরচ দিয়া পোষাইতে পারুম না বইলা খেত ফালাইয়া রাখছি।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গফরগাঁও জোনাল অফিসের ডিজিএম শাহিনা আক্তার বলেন, ‘সারা দেশেই বিদ্যুতের সমস্যা চলছে। ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ঘটতি রয়েছে। আমরা গ্রাহক পর্যায়ে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। তারপরও আমন মৌসুমে কৃষকের কথা চিন্তা করে সেচকাজে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষককে সেচের ওপর নির্ভর করতে হয়েছে। তা ছাড়া লোডশেডিংয়ের কারণেও সেচের কাজ বিঘ্নিত হয়েছে। তারপরও রোপা আমনের লক্ষ্যমাত্রার ৮০ ভাগ রোপণ হয়ে গেছে। খরা থাকলেও বাকিটুকু শিগগিরই পূরণ হয়ে যাবে।’
ময়মনসিংহের গফরগাঁওয়ে পানির অভাবে আমনখেত ফেটে চৌচির হয়ে গেছে। পানির জন্য কৃষকেরা হাহাকার করছেন। এ বছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়াও যাচ্ছে না। কৃষকেরা বলছেন, বৃষ্টি না হলে বা সেচের মাধ্যমে সময়মতো আমনের খেতে পানি দিতে না পারলে ধানের চারা মরে যাবে। ব্যাহত হবে ফসল উৎপাদন।
উপজেলা কৃষি অফিস বলছে, আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষককে সেচের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে লোডশেডিংয়ে কারণেও সেচ কাজ বিঘ্নিত হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। পানির অভাবে বাকি রোপণ কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানির অভাবে অধিকাংশ জমিই সেচের মাধ্যমে চাষ করা হচ্ছে।
উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমনের চারা রোপণের পর খেতে এখন পানির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। কোথাও জমিতে রোপণ করা ধানের চারা রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় শত শত একর জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেচ দিতে বিপত্তিতে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, জমি চাষ, শ্রমিক খরচ, ডিজেল, সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে ধান চাষ করে লাভবান হতে পারবেন না তাঁরা। ভাদ্র মাসের শুরুতেই চৈত্রের মতো খরা। রোপণ করা জমির ধান বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন কৃষক।
এই অবস্থায় কৃষকেরা অতিরিক্ত টাকা খরচ করে ডিজেল শ্যালো মেশিন ও বিদ্যুচ্চালিত সেচের ওপর ভরসা করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন।
উপজেলার চরআলগী ইউনিয়নের কৃষক শামছুদ্দিন শেখ বলেন, ‘শ্রাবণ গেল, বৃষ্টির দেখা নাই, সেচ দিয়ে চারা রোপণ করেছি। এখন আবার পানির অভাবে খেত শুকিয়ে চৌচির হয়ে গেছে।’
গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কৃষক আলিমউদ্দিন বলেন, ‘জীবনভর দেখলাম, শ্রাবণ-ভাদ্র মাস আমন রোপণের সময় জমিতে বৃষ্টির পানি জমে থাকে। সেই পানিতেই আমন আবাদ করি। এবার মেঘ নাই, বিদ্যুৎ নেই, জমি আর বীজতলা তৈরি থাকলেও চারা লাগাইতে পারতাছি না।’
সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মতিন বলেন, ‘জমি চাষ দিয়া বৃষ্টির আশায় বইসা আছি। ডিজেল, বিদ্যুৎ খরচ দিয়া পোষাইতে পারুম না বইলা খেত ফালাইয়া রাখছি।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গফরগাঁও জোনাল অফিসের ডিজিএম শাহিনা আক্তার বলেন, ‘সারা দেশেই বিদ্যুতের সমস্যা চলছে। ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ঘটতি রয়েছে। আমরা গ্রাহক পর্যায়ে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। তারপরও আমন মৌসুমে কৃষকের কথা চিন্তা করে সেচকাজে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষককে সেচের ওপর নির্ভর করতে হয়েছে। তা ছাড়া লোডশেডিংয়ের কারণেও সেচের কাজ বিঘ্নিত হয়েছে। তারপরও রোপা আমনের লক্ষ্যমাত্রার ৮০ ভাগ রোপণ হয়ে গেছে। খরা থাকলেও বাকিটুকু শিগগিরই পূরণ হয়ে যাবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫