Ajker Patrika

গ্রামেও পৌঁছে গেছে উন্নতমানের চিকিৎসা

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ৩৪
গ্রামেও পৌঁছে গেছে উন্নতমানের চিকিৎসা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমাদের দেশে এখন ভালোমানের চিকিৎসাসেবা হচ্ছে। বড় বড় ডাক্তাররা গুরুত্বপূর্ণ অপারেশনসহ চিকিৎসাসেবায় অবদান রাখছেন। সেই ধারাবাহিকতায় গ্রামেও পৌঁছে গেছে উন্নতমানের চিকিৎসাসেবা।’

গতকাল শনিবার পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সর্বস্তরের মানুষকে সুস্থ রাখতে সরকারি চিকিৎসাকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন সংস্থা বিনা মূল্যে চিকিৎসার হাত বাড়িয়ে দিয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন নীড় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের যৌথ পরিচালনায় এই চিকিৎসাসেবা দেওয়া হয়। ঢাকার ছয়টি রোটারি ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ১১টি বুথের মাধ্যমে উপজেলার হতদরিদ্র রোগীরা সেবা নেন।

কার্যক্রমের আয়োজন করে রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমা, রোজ ভেল, গুলশান টাইগারস, অরোরা, ঢাকা সিটি ও গুলশান লেক সিটি। বাণিজ্যমন্ত্রীর স্ত্রী মালবিকা মুনশি ও রোটারি ক্লাব ঢাকা রোজ ভেলের সৈয়দা সামিরা রহমানের সার্বিক তত্ত্বাবধানে শিশু, গাইনি, সার্জারি ও মেডিসিন বিভাগের চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফিন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, অধ্যাপক শাহ সরোয়ার জাহান (মেডিসিন বিভাগ), বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মকর্তা তুহিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত