Ajker Patrika

মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ৪০
মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন

বাগেরহাটের মোংলায় একাত্তরের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার দামেরখণ্ড বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল সোমবার সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

গতকাল বেলা ১১টায় দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোংলা নাগরিক সমাজ, সুন্দরবন ইউনিয়ন পরিষদ, মিঠাখালী ইউনিয়ন পরিষদ, প্রথম আলো বন্ধুসভা, ব্রেভ ইয়ুথ গ্রুপসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বেলা সাড়ে ১১টায় স্মৃতিসৌধ চত্বরে সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারদারের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল মণ্ডল, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অরুণ প্রামাণিক, টাটিবুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাজমুল হক, ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখর মণ্ডল, প্রথম আলো বন্ধুসভার প্রদীপ মণ্ডল ও আবুল কাশেম, ব্রেভ ইয়ুথ গ্রুপ লিডার তুফান মালাঙ্গী, অনীক মণ্ডল, মঙ্গলী খাতুন, লিজা খাতুন, রাজন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৩ মে দামেরখণ্ড এলাকার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে স্থানীয় রাজাকারদের সহায়তায় শতাধিক মানুষকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালানো হয়।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ নির্মাণের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত