Ajker Patrika

প্রতিমা ভাঙচুর থানায় মামলা

প্রতিনিধি, তারাগঞ্জ
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৩
প্রতিমা ভাঙচুর  থানায় মামলা

রংপুরের তারাগঞ্জে মনসা প্রতিমার মাথার কিছু অংশ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে।

উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বানিয়াপাড়া গ্রামে এই প্রতিমা ভাঙচুর হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের জীবন রায় গত সোমবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়ির উঠানে মনসা মন্দিরে প্রার্থনা সেরে রাতে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে তাঁর স্ত্রী শিল্পী রানী মন্দিরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে দেখতে পান প্রতিমাটি বেদিতে উল্টে পড়ে আছে। প্রতিমার মাথার কিছু অংশ ভাঙা। এ ঘটনায় জীবন রায় বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় মামলা করেন।

খবর পেয়ে রংপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বামন প্রসাদ, সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কুমারেশ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাড়িরয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রব্বান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত