Ajker Patrika

রাজশাহীতে ট্যাক্সেস ট্রাইব্যুনাল দাবি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১১: ৪১
রাজশাহীতে ট্যাক্সেস ট্রাইব্যুনাল দাবি

রাজশাহীতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের বেঞ্চ খোলার দাবি তুলেছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রাজশাহী শিল্প ও বণিক সমিতি ভবনের সম্মেলনকক্ষে প্রাক-বাজেট সভায় এ দাবি তোলা হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেট বিষয়ে প্রাক-বাজেট সভায় ভারতীয় সীমান্তসংলগ্ন জেলা নওগাঁয় স্থলবন্দর বাস্তবায়নের দাবিও জানানো হয়। 
রাজশাহী শিল্প ও বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবু বাক্কার ব্যবসায়ীদের ‘টার্ন ওভার ট্যাক্সে’র বিষয়টি সভায় পুনর্বিবেচনার দাবি জানান। তাঁরা বলেন, ‘আয় হলেও টার্ন ওভার ট্যাক্স দিতে হয়, না হলেও দিতে হয়। করোনাকালে এই ট্যাক্স দেওয়া ব্যবসায়ীদের জন্য কঠিন।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকায় তেলস বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানোর দাবি জানান তিনি।

এ ছাড়া আবু বাক্কার রাজশাহীতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের বেঞ্চ চালুর দাবি জানান। তিনি বলেন, রংপুরে যেতে ৬ ঘণ্টা সময় লাগে। রাজশাহীতে যেন সপ্তাহে দুই দিন এই ট্রাইব্যুনালের বেঞ্চ বসে, সে ব্যবস্থা করতে হবে। মুক্ত আলোচনায় অংশ নিয়ে নওগাঁ শিল্প ও বণিক সমিতির পরিচালক মোতাহার হোসেন বলেন, নওগাঁ খুবই সম্ভাবনাময় একটি জেলা। ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এখানে স্থলবন্দর করা সম্ভব। এ নিয়ে বারবার সমীক্ষা হলেও বাস্তবায়ন হয়নি। এটি দ্রুতই করা দরকার।

আলোচনায় সোনামসজিদ স্থলবন্দরের নানা সমস্যার কথা তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির পরিচালক আবদুল আউয়াল। তিনি বলেন, প্রতি অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকার রাজস্ব আসে সোনামসজিদ স্থলবন্দরে। কিন্তু বন্দরটির কোনো উন্নয়ন হয়নি। এদিকে সরকারের নজর দেওয়া উচিত। তিনি স্থলবন্দর কমপ্লেক্স নির্মাণের দাবি জানান। জয়পুরহাট শিল্প ও বণিক সমিতির পরিচালক এম এ করিম বলেন, ‘প্রতি বছর দেশে যে বাজেট হয়, তা আমাদের প্রত্যাশার চেয়েও কম। আমরা আরও বড়, কিন্তু সুষম বাজেট চাই।’

প্রধান অতিথি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। বিশ্বের সব দেশে পণ্যের দাম কমে-বাড়ে। এই সময় আমরা শুল্ক কমিয়ে বাজার ঠিক রাখার চেষ্টা করি। কিন্তু শুল্ক আহরণ না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশে দৃশ্যমান উন্নয়ন হলে জনগণ ভাবে আমার টাকায় উন্নয়ন হচ্ছে। তাঁরা ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়। এখন সেটাই হচ্ছে। তাই উন্নয়নের ট্যাক্স দিতে হবে।’রাজশাহীতে ট্রাইব্যুনাল ও নওগাঁয় স্থলবন্দরের বিষয়টি বিবেচনা করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘আমরা বিষয়গুলো বিবেচনায় নিচ্ছি। সোনামসজিদ স্থলবন্দরের বিষয়ে যে কথা এসেছে, তা-ও সত্য। সেটাও বিবেচনায় নেওয়া হবে।’ সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনবিআরের শুল্কনীতি বিভাগের সদস্য মাসুদ সালেক, মূসকনীতি সদস্য জাকিয়া সুলতানা, করনীতির সদস্য শামসুদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত