Ajker Patrika

পণ্যমূল্যে দিশেহারা মানুষ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ১৪
পণ্যমূল্যে দিশেহারা মানুষ

দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। দামের এ ঊর্ধ্বগতিতে দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন। অপেক্ষাকৃত কম দামে টিসিবির পণ্যের দিকে ঝুঁকছেন অনেকে। অনেক মানুষ টিসিবির ট্রাকের পাশে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পণ্যের তুলনায় ক্রেতা বেশি হওয়ায় পণ্য কিনতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

গতকাল খুলনা নগরীর বিভিন্ন খুচরা বাজারে গিয়ে দেখা গেছে, মানভেদে চাল মোটা চাল ৪৫ থেকে ৫০, চিকন ৫৫ থেকে ৭০, সয়াবিন তেল প্রতি লিটার ১৫৫ টাকা, পেঁয়াজ ৮০, চিনি ৮৫, মসুর ডাল ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা, বেগুন ৬০, উচ্ছে ৬০, ঢ্যাঁড়স ৩০, ঝিঙে ৪০, কুশি ৪০ থেকে ৫০, আলু ২০, কাঁকরোল ৪০, পেঁপে ২৫, পটোল ৪০ থেকে ৫০, মিষ্টি কুমড়া ৩০, কাঁচকলা প্রতি হালি ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। গত ১০ অক্টোবর প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকা। দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ আর রসুন ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

অথচ ১৫ দিন আগেও মোটা চাল ৪২ থেকে ৪৫, চিকন ৫৩ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়। সয়াবিন তেল প্রতি লিটার ১২০ টাকা, পেঁয়াজ ৪০, চিনি ৭০ টাকা, মসুর ডাল ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি কাঁচা মরিচ ৮০ টাকা, বেগুন ৫০, উচ্ছে ৬০, ঢ্যাঁড়স ৩০, ঝিঙে ৩০, উচ্ছে ৬০, কুশি ৩০, আলু ২০, কাঁকরোল ৩০ থেকে ৩৫, পেঁপে ২০, পটোল ৩০ থেকে ৩৫, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫, কাঁচকলা প্রতি হালি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। আর দেশি পেঁয়াজ ৬০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা, রসুন ৬০ টাকায় বিক্রি হয়।

নগরীর সোনাডাঙ্গার ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী ও জাকারিয়া বাণিজ্য ভান্ডারের মালিক মো. চাঁন মিয়া এবং মেসার্স বাণিজ্য ভান্ডারের মালিক আব্দুল মালেক জানান, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশে এ পণ্যটির দাম বেড়েছে। মানভেদে দেশি পেঁয়াজ ৭৫-৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে এলপি গ্যাসের দাম, সিলিন্ডারপ্রতি ১৪০ টাকা।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা। এ ব্যাপারে খুলনার ছোট বয়রা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, প্রতিদিনই পণ্যের দাম বাড়ছে। কিন্তু আয় বাড়ছে না। সংসার চালানো দায় হয়ে পড়েছে। অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, প্রতিদিনই পণ্যের দাম বাড়ছে। বাজারের এই অস্থিতিশীলতায় হিসাব করে সংসার চালানো সম্ভব হচ্ছে না। অপর দিকে ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান মণি বলেন, আয় তো বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম ঠিকই বাড়ছে। বাজারের ওপর নিয়ন্ত্রণের দাবিও জানান তিনি। এদিকে নগরীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামের তালিকা টাঙানোর নিয়ম থাকলেও অধিকাংশ বিক্রেতা তা মানছেন না। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

এ বিষয়ে নগরীর চানমারি বাজারের ক্রেতা আরাফাত হোসেন বলেন, পণ্যের দামের তালিকা টাঙানো থাকলেও ক্রেতারা অন্তত তা দেখে হিসাব করতে পারেন কোন পণ্যের কোন দাম। বা অতিরিক্ত দামে বেচতে গেলেও বিক্রেতাদের কিছুটা জবাবদিহি থাকে। আর তালিকা না থাকায় একেক বিক্রেতা একেক দামে পণ্য বিক্রি করছেন। এদিকে পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের আস্থা বাড়ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ওপর। তবে পণ্যের তুলনায় ক্রেতা বেশি হওয়ায় পণ্য কিনতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। করেছেন ক্ষোভ প্রকাশ। বিক্রয়কেন্দ্র ও পণ্যের পরিমাণ আরও বাড়ানোর দাবি করেছেন তাঁরা।

খুলনা মহানগরীতে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার ছয় দিন সাতটি পয়েন্টে টিসিবি বিক্রি করছে পেঁয়াজ, চিনি, ডাল ও তেল। প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা, চিনি ৫৫, ডাল ৫৫ ও তেল প্রতি লিটার ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এদিকে জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুল সালাম তরফদার বলেছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। এ ছাড়া বিক্রেতারা যাতে অতিরিক্ত দাম নিতে না পারেন, এ জন্য প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা কার্যকর করা হচ্ছে কি না, সে ব্যাপারেও তদারকি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত