Ajker Patrika

দানেজ হত্যার আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
দানেজ হত্যার আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা গ্রামের মাছচাষি দানেজ আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সাগর প্রামাণিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর মামলার ৭ নম্বর আসামি বিলশুকা ভবানীপুর মাঠপাড়া গ্রামের আছান প্রামাণিকের ছেলে।

এদিকে গত সোমবার বিকেলে দুই নম্বর আসামি লিমন প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা, হাসুয়া, হাতুড়ি, পাইপ ও রড উদ্ধার করা হয়েছে।

ভেড়ামারা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা প্রকাশ রায় বলেন, আমরা সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সোমবার অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবকিছুই করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার বিকেলে বিলশুকা ভবানীপুর মাঠপাড়ায় প্রতিপক্ষ জিয়াসহ তাঁর লোকজন হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দানেজকে। পর দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দানেজের ছেলে উজ্জ্বল ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেন। গত রোববার দানেজ আলীর মরদেহ নিয়ে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন গ্রামবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত