Ajker Patrika

আলেমদের মুক্তি চাইল হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৪৯
আলেমদের মুক্তি চাইল হেফাজত

ইতিমধ্যে বেশ কয়েকজন কারাবন্দী আলেমকে মুক্তি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে কারাবন্দী অন্য আলেমদের মুক্তির জন্যও সরকারকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

জাতীয় প্রেসক্লাবে গতকাল জুনাইদ বাবুনগরীর স্মরণসভায় এ অনুরোধ জানান শীর্ষ নেতারা।

অসুস্থতার কারণে সভায় উপস্থিত ছিলেন না আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁর লিখিত বক্তব্য সভায় পাঠ করে শোনানো হয়। লিখিত বক্তব্যে তিনি বন্দী আলেমদের মুক্তি দিতে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানান।

স্মরণসভায় হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বলেন, ‘সরকার আমাদের অনেক আলেম-ওলামাকে মুক্তি দিয়েছে। এ জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অনুরোধ করব, যাঁরা এখনো জেলে আছেন, তাঁদের মুক্তি দেওয়া হোক। আমরা আশা করব, সরকার আমাদের অনুরোধ রাখবে।’

হেফাজতের কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, হেফাজতের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। এই সংগঠন শুধু দ্বীনের কাজ করে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত