Ajker Patrika

যৌন হয়রানির অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১: ১৭
যৌন হয়রানির অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে চার শিশুকে যৌন হয়রানির অভিযোগ নুর মোহাম্মদ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত শনিবার শনিবার বিকেলে বরগুনা সদরের লতাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে নারী শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়

বরগুনা সদর সার্কেলের পুলিশ সুপার মেহেদি হাসান জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে ওই শিশুদের স্বজনরা। এর প্রেক্ষিতে শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

ওই চার শিশুর স্বজনেরা জানান, নুর মোহাম্মদ ওই চার শিশুকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন।

তিনি নানা কৌশলে ওই শিশুদের প্রলুব্ধ করতে চেষ্টা করতেন। সবশেষ বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুদের ডেকে ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে তাদের শরীরে স্পর্শকাতর জায়গায় হাত দেয়। তার কাছ থেকে নিজেদের ছাড়িয়ে শিশুরা দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি তারা তাদের অভিভাবকদের জানায়। পরে বরগুনার পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত