Ajker Patrika

বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১১

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ১৩
বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। গত বুধবারের এই ঘটনায় ১১ জন আহত ও ৭ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান আনিছ (মোরগ), রফিকুল ইসলাম (ফুটবল) ও আবদুর রহিম সাদেকের (টিউবওয়েল) মধ্যে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা চলে। বুধবার ভোটের দিন দুই দফায় আবদুর রহিম সাদেককে ভোট ও সমর্থন করায় ক্ষিপ্ত হয়ে তাঁর (সাদেকের) কর্মী সমর্থদের ওপর হামলা চালান আনিছুর রহমান আনিছ ও রফিকুল ইসলামের কর্মী সমর্থকেরা।

বিজয়ী ইউপি সদস্য আবদুর রহিম সাদেক বলেন, ‘হেরে যাওয়া ওই দুই ইউপি সদস্য প্রার্থীর লোকজনের হামলায় আমার কর্মী-সমর্থক মমিনুর রহমান, শামীম হোসেন, আমিনুর রহমান, শাহানাজ বেগম, আবদুল জলিল, রেজাউল ইসলাম, মতিয়ার রহমান মিজু, তোজাম্মেল হোসেন, শহিদার রহমান, স্বপন হোসেন ও লিমন হক আহত হন। আহতরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর রেজাউল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় ৭টি বসতবাড়ির জানালা, দরজা ও ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আবদুর রহিম সাদেক আরও বলেন, ‘শ্রীরামপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও আহতদের গতকাল বৃহস্পতিবার সকালে দেখে গেছেন। থানায় অভিযোগ দিতে নিষেধ করেছেন।’

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান আনিছ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাদেক মাঝি (আবদুর রহিম সাদেক) পাটগ্রাম উপজেলার বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মাস্তান ছেলেদের নিয়ে এসে তিনিই গন্ডগোল করিয়েছেন। আমার ও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলামের কর্মী সমর্থদের ওপর। তাঁর নিয়ে আসা ভাড়াটে লোকজন হামলা চালায়। আমাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে।’

শ্রীরামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করছে। কারা কারা ছিল তদন্ত করে দেখা হবে। যেহেতু এলাকারই বিষয় যদি বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় তাহলে তাই নেওয়া হবে, আর তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত