Ajker Patrika

হকার্স সমিতিতে হামলাকারীদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ৩০
হকার্স সমিতিতে হামলাকারীদের খুঁজছে পুলিশ

মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয়ে হামলাকারীদের খুঁজছে পুলিশ। দুই দিনের টানা অভিযানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করতে পারলেও হামলাকারীরা পালাতে পারবেন না জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

গত শনিবার রাতে সশস্ত্র দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে কর্মচারীদের মারধর, ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে আসামি করে সে রাতেই মতিঝিল থানায় মামলা করেন সমিতির পরিচালক সিরাজুল হক। তিনি অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জেরে ছারোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালান। এতে দারোয়ান রাশেদ, হিসাবরক্ষক মতিন স্বপন, চালক রুবেল, পত্রিকা সরবরাহকারী মেহেদী হাসান, পত্রিকা সংগ্রহকারী নুরন্নবী, ওহিদুল্লাহসহ প্রায় ১০ কর্মচারী-কর্মকর্তা আহত হন।

মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘কিছু বহিরাগত ব্যক্তি অফিস দখল করতে এই হামলা চালান। আমাদের নিরাপত্তায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষার দাবি জানিয়েছে সংবাদপত্র বিপণনে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত