Ajker Patrika

টিকা পেলেন তালার এইচএসসি পরীক্ষার্থীরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ২১
টিকা পেলেন তালার এইচএসসি পরীক্ষার্থীরা

সাতক্ষীরার তালা উপজেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার সকালে উপজেলার একাধিক টিকাদান কেন্দ্রে পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। এই কার্যক্রমের আওতায় তালা উত্তরণ আইডিআরটি টিকাদান কেন্দ্রে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সরকারি কলেজ, শালিখা কলেজ, সুভাষিনী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৭৪৫ পরীক্ষার্থীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

উত্তরণ আইডিআরটি কেন্দ্রের টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়র অধ্যক্ষ এনামুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, মহিলা কলেজের উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, রেজাউল করিম, উত্তরণ কর্মকর্তা আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সাংসদ ও কলেজে গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। এ সময় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার, কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, গভর্নিং বোর্ডের সদস্য নারায়ণ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত