Ajker Patrika

পুঁজিবাজারে শরিয়াহ বন্ডের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ০৪
পুঁজিবাজারে শরিয়াহ বন্ডের যাত্রা শুরু

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ইসলামি বন্ড বা সুকুকের যাত্রা গতকাল শুরু হয়েছে। গতকালই বাজারে তালিকাভুক্ত হয়েই সুকুকের কেনাবেচা হতে দেখা গেছে। বন্ডের আরোপিত মূল্য ১০০ টাকা হলেও লেনদেন শুরুর প্রথম দিকেই সুকুকটি সর্বোচ্চ ১১০ টাকায় কেনাবেচা হয়। আর দুপুরের দিকে দর নেমে ১০৩ টাকায় কেনাবেচা হয়েছে।

জানা গেছে, বেক্সিমকো গ্রুপের এ বন্ড আইপিও এবং প্রাইভেট প্লেসমেন্ট প্রক্রিয়ায় মোট ৩ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করেছে। সুকুকে ব্যাংকসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ২ হাজার ৪৪০ কোটি টাকা। বেক্সিমকোর শেয়ারহোল্ডাররা প্রায় ২ কোটি টাকা এ বন্ডে বিনিয়োগ করেছিলেন। ব্যক্তির নামে বিনিয়োগ প্রায় ৪২৩ কোটি টাকার। আইপিওর আন্ডাররাইটার (আইপিওতে অবিক্রীত অংশ কিনে নেওয়ার নিশ্চয়তা প্রদানকারী) প্রতিষ্ঠানের বিনিয়োগ ১৩৫ কোটি টাকা।

বেক্সিমকোর সুকুকটির নাম বেক্সিমকো গ্রিন আল ইস্তিসনা। পাঁচ বছর মেয়াদি শেয়ারে রূপান্তরযোগ্য বন্ডটি প্রতিবছর ২০ শতাংশ হারে বেক্সিমকো লিমিটেডের শেয়ারে বাজারমূল্যের ২০ শতাংশ ছাড়ে পরিবর্তন করা যাবে। এ শরিয়াহ বন্ড থেকে বছরে কমপক্ষে ৯ শতাংশ হারে মুনাফা পাওয়ার নিশ্চয়তা আছে। এর সঙ্গে বেক্সিমকো লিমিটেড তার সাধারণ শেয়ারহোল্ডারদের যত শতাংশ লভ্যাংশ (ডিভিডেন্ড) দেবে, তার ১০ শতাংশের সমান হারে বন্ড হোল্ডারদের অতিরিক্ত মুনাফা দেওয়া কথা রয়েছে।

প্রথম সুকুকের তালিকাভুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত