Ajker Patrika

আ.লীগের ৯ বিদ্রোহী নেতা বহিষ্কার

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ৩৬
আ.লীগের ৯ বিদ্রোহী নেতা বহিষ্কার

নাটোরের লালপুরে আওয়ামী লীগের নয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিদ্রোহী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তাঁদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্র জানা গেছে, গত শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে ছয়জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন লালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দীন, আড়বাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশরাফুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসলাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান জার্জিস।

এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্রোহী প্রার্থীর মদদ দাতা হিসেবে বহিষ্কৃত তিনজন হলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার মির্জা, সহপ্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান ও সদস্য মাজেদুল ইসলাম।

বহিষ্কার আদেশে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) ও (ঠ) ধারা মতে আওয়ামী লীগের পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে বহিষ্কার করা হলো।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ আদেশ দেওয়া হয়। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারাদেশের কপি মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে।

সভাপতি আফতাব হোসেন ঝুলফু আজকের পত্রিকাকে বলেন, বর্ধিত সভায় বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়। দলীয় সিদ্ধান্ত না মেনে শৃঙ্খলা ভঙ্গকারী বিদ্রোহী প্রার্থী ও তাঁদের মদদ দাতাদের পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে। দলের অঙ্গসংগঠনের যাঁরা বিদ্রোহী আছেন, তাঁদের সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বহিষ্কারাদেশ পাঠানো হবে বলে জানা তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত