ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বহু ইতিবাচক দিক থাকলেও বছর জুড়ে সংবাদের শিরোনাম হয়েছে মূলত নেতিবাচক ঘটনার জন্য। ২০২১ সালে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে জেলায় হেফাজতের তাণ্ডব ও ধ্বংসলীলা। ওই ঘটনায় ১৬ জনের অধিক প্রাণহানি ঘটে। টানা ৭ মাস অচল থাকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। এদিকে বিজয়নগরে নৌকাডুবিতে ২২ জন নিহতের ঘটনাও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। তা ছাড়া, সড়ক দুর্ঘটনাসহ নানা ঘটনায় অপমৃত্যু, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাও দেশের সীমানা পেরিয়ে বিশ্ব গণ্যমাধ্যমে আলোচনায় ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় বছরজুড়ে আলোচিত-সমালোচিত নানা ঘটনা নিয়ে এই আয়োজন।
হেফাজতের তাণ্ডব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে জেলায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় সরকারি-বেসরকারি অন্তত ৫৮ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা।
ধ্বংসলীলা চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় পুলিশ সুপারের কার্যালয়,২টি মন্দির, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, ভূমি অফিস, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও জেলা সরকারি গণগ্রন্থাগারে। হামলার ঘটনা ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের বাড়ি, অফিস ও তাঁর শ্বশুরের বসত-বাড়িতেও। একই সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও ঘর পুড়িয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভবন, পুলিশের কার্যালয় এমনকি ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনেও হামলা হয়।
নাশকতার পর যেন যুদ্ধবিধ্বস্ত জনপদের রূপ নিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া শহর। ধ্বংসযজ্ঞের চিহ্ন ছিল সর্বত্র। চারদিকে ছিল পোড়া গন্ধ। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়। এজাহারে ৪১৪ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ৩৯ হাজার জনকে আসামি করা হয়েছে।
রেলস্টেশন অচল ৭ মাস
হেফাজতে ইসলামের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রেলস্টেশনে পেট্রল-ডিজেল দিয়ে প্রথমে স্টেশনের কন্ট্রোল প্যানেলে আগুন দেন। এরপর তাঁরা স্টেশনের টিকিট কাউন্টার, প্রধান বুকিং সহকারীর কক্ষ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারসহ ৭টি কক্ষে আগুন লাগিয়ে দেন। তাঁদের এ তাণ্ডবে স্টেশনের সিগন্যাল সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় পরদিন ২৭ মার্চ থেকে এই স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর নতুন করে মেরামত শেষে গত ১৪ নভেম্বর থেকে পুরোপুরি সচল হয় স্টেশনটি।
নদীপথে দুই গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ
গত ২১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে মাঝ নদীতে নৌকা নিয়ে সংঘর্ষের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেহপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
বিশ্ব গণমাধ্যমে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি
গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ২ দফা মারামারি হয়। ওই ঘটনায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সংবাদ দেশের গণমাধ্যমের পাশাপাশি বিবিসি, সিএনএন, রয়টার্স, এএফপিসহ নানা আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায়।
বিজয়নগরে নৌকাডুবিতে, নিহত ২৩
গত ২৭ আগস্ট বিয়োগান্ত এক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ২টি বালুবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ছিল ৯ শিশু।
নবীনগরে জোড়া খুন
গত ১৭ ডিসেম্বর রাতে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে গুলিতে খুন হন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তাঁকে বহনকারী মোটরসাইকেলচালক বাদল সরকার। এই ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আখতারুজ্জামান।
পুলিশ ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বিসহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ ও আদালতের কাছে হত্যার ঘটনা স্বীকার করে বিস্তারিত জবানবন্দি দেন রাব্বি।
এই জোড়া খুনের ঘটনা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যন্ত গ্রামে পিস্তলের ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বহু ইতিবাচক দিক থাকলেও বছর জুড়ে সংবাদের শিরোনাম হয়েছে মূলত নেতিবাচক ঘটনার জন্য। ২০২১ সালে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে জেলায় হেফাজতের তাণ্ডব ও ধ্বংসলীলা। ওই ঘটনায় ১৬ জনের অধিক প্রাণহানি ঘটে। টানা ৭ মাস অচল থাকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। এদিকে বিজয়নগরে নৌকাডুবিতে ২২ জন নিহতের ঘটনাও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। তা ছাড়া, সড়ক দুর্ঘটনাসহ নানা ঘটনায় অপমৃত্যু, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাও দেশের সীমানা পেরিয়ে বিশ্ব গণ্যমাধ্যমে আলোচনায় ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় বছরজুড়ে আলোচিত-সমালোচিত নানা ঘটনা নিয়ে এই আয়োজন।
হেফাজতের তাণ্ডব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে জেলায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় সরকারি-বেসরকারি অন্তত ৫৮ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা।
ধ্বংসলীলা চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় পুলিশ সুপারের কার্যালয়,২টি মন্দির, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, ভূমি অফিস, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও জেলা সরকারি গণগ্রন্থাগারে। হামলার ঘটনা ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের বাড়ি, অফিস ও তাঁর শ্বশুরের বসত-বাড়িতেও। একই সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও ঘর পুড়িয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভবন, পুলিশের কার্যালয় এমনকি ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনেও হামলা হয়।
নাশকতার পর যেন যুদ্ধবিধ্বস্ত জনপদের রূপ নিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া শহর। ধ্বংসযজ্ঞের চিহ্ন ছিল সর্বত্র। চারদিকে ছিল পোড়া গন্ধ। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়। এজাহারে ৪১৪ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ৩৯ হাজার জনকে আসামি করা হয়েছে।
রেলস্টেশন অচল ৭ মাস
হেফাজতে ইসলামের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রেলস্টেশনে পেট্রল-ডিজেল দিয়ে প্রথমে স্টেশনের কন্ট্রোল প্যানেলে আগুন দেন। এরপর তাঁরা স্টেশনের টিকিট কাউন্টার, প্রধান বুকিং সহকারীর কক্ষ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারসহ ৭টি কক্ষে আগুন লাগিয়ে দেন। তাঁদের এ তাণ্ডবে স্টেশনের সিগন্যাল সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় পরদিন ২৭ মার্চ থেকে এই স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর নতুন করে মেরামত শেষে গত ১৪ নভেম্বর থেকে পুরোপুরি সচল হয় স্টেশনটি।
নদীপথে দুই গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ
গত ২১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে মাঝ নদীতে নৌকা নিয়ে সংঘর্ষের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেহপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
বিশ্ব গণমাধ্যমে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি
গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ২ দফা মারামারি হয়। ওই ঘটনায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সংবাদ দেশের গণমাধ্যমের পাশাপাশি বিবিসি, সিএনএন, রয়টার্স, এএফপিসহ নানা আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায়।
বিজয়নগরে নৌকাডুবিতে, নিহত ২৩
গত ২৭ আগস্ট বিয়োগান্ত এক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ২টি বালুবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ছিল ৯ শিশু।
নবীনগরে জোড়া খুন
গত ১৭ ডিসেম্বর রাতে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে গুলিতে খুন হন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তাঁকে বহনকারী মোটরসাইকেলচালক বাদল সরকার। এই ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আখতারুজ্জামান।
পুলিশ ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বিসহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ ও আদালতের কাছে হত্যার ঘটনা স্বীকার করে বিস্তারিত জবানবন্দি দেন রাব্বি।
এই জোড়া খুনের ঘটনা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যন্ত গ্রামে পিস্তলের ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪