Ajker Patrika

৪০ দেশের প্রামাণ্যচিত্র নিয়ে ডকফেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ১০: ৫৭
৪০ দেশের প্রামাণ্যচিত্র নিয়ে ডকফেস্ট শুরু

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে চার দিনব্যাপী ডকফেস্টের দশম আয়োজন মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ডকফেস্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ৷ বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা পড়েছিল ২ হাজার ২০০টি ছবি। জমা দেওয়া এই ছবিগুলোর মধ্যে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে এবারের আয়োজনে।

বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চারটি শো চলবে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তন ও অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ছবিগুলো দেখতে পারবেন দর্শক। এই উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে ছবি প্রতিযোগিতা হবে।

তরুণেরা কীভাবে সমাজের অসংগতি দূর করে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, সেই ধরনের ছবিগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, সরকার ১০০ কোটি টাকার তহবিল গঠন করেছে নতুন সিনেমা হল তৈরি এবং পুরোনো হলগুলো সংস্কারের জন্য। এ জন্য ঋণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বড় শহরের পাশাপাশি ছোট শহরেও এমন আয়োজনের জন্য সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত