Ajker Patrika

সড়কের কার্পেটিং তোলায় দেবে যাচ্ছে গাড়ির চাকা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ৩৭
সড়কের কার্পেটিং তোলায় দেবে যাচ্ছে গাড়ির চাকা

শমশেরনগর-কুলাউড়া সড়কের শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের কাছে রাস্তার দুটি স্থানে পাথর ও কয়লাবোঝাই ট্রাকের চাকা প্রায়ই দেবে যায়। অর্ধকিলোমিটার রাস্তার কার্পেটিং তুলে ফেলার পর থেকে এক মাস ধরে ওই দুটি স্থানে যানবাহনের চাকা দেবে যাওয়ার ঘটনা ঘটছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, গত শুক্রবার ভোরে সড়কের শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের কাছে রেলগেটের দুপাশে রাস্তার মাঝখানে দুটি ট্রাকের চাকা দেবে যায়। এতে দুপাশে যানবাহন আটকা পড়ে সড়কে যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, শমশেরনগর-কুলাউড়া সড়কের রেলগেট সংলগ্ন প্রায় অর্ধকিলোমিটার জায়গা সংস্কারের জন্য কাজ পান সিলেটের ঠিকাদার জামিল ইকবাল।

তিনি সড়কের ওই স্থানের কার্পেটিং তুলে ফেলেছেন। এক মাস ধরে কার্পেটিং তুলে রাখলেও কোনো সংস্কারকাজ করেননি।

এতে একদিকে ধুলোবালিতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে পাথর কিংবা কয়লা বোঝাই ট্রাক এলে সেগুলোর চাকা রেলগেটের দুপাশে প্রতিনিয়ত দেবে যাচ্ছে। এতে যানচলাচল ব্যাহত হয়।

শ্রীমঙ্গল-শমশেরনগ ও কুলাউড়া বাস মিনিবাস চালক সমিতির ম্যানেজার জুলহাস আহমেদ ও সিএনজি অটো চালক বিল্লাল মিয়া বলেন, এভাবে প্রতিনিয়ত সড়কের ওই দুটি নির্দিষ্ট স্থানে এসেই মাল বোঝাই ট্রাকের চাকা দেবে যায়।

এ বিষয়ে জানতে চেয়ে ঠিকাদার জামিল ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে ঠিকাদারদের গাফিলতির কারণে এসব সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়কে কাজ না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত