Ajker Patrika

ভোটের সরঞ্জাম গেল এলাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
ভোটের সরঞ্জাম গেল এলাকায়

চতুর্থ ধাপে চট্টগ্রামের তিন উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে তিন উপজেলায় ব্যালট, ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে গত বুধবার কিছু সরঞ্জাম পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার বাকি সরঞ্জাম পাঠানো হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, ‘নির্বাচনকে ঘিরে আমাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ব্যালট, ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।’ এসব সামগ্রী নির্বাচনের আগের দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেবেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর কর্ণফুলীর জুলধা, শিকলবাহা, চরলক্ষ্মা, বড়উঠান ইউনিয়ন পরিষদ, পটিয়ার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, জঙ্গলখাইন, বড়লিয়া, ধঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহরা, কচুয়াই, খরনা ও শোভনদণ্ডী ইউনিয়ন এবং লোহাগাড়ার বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি ইউপির ভোট হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত