Ajker Patrika

ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন সারবানু

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ১৪
ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন সারবানু

৮০ বছরের বৃদ্ধা সারবানু। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। অধিকাংশ সময় কাটে বিছানায়। ভাতিজার কোলে চড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট দিতে আসেন তিনি।

এই দৃশ্যের দেখা মেলে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড় কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এদিকে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে খুশি সারবানু। তিনি উচ্ছ্বাসিত হয়ে বলেন, ‘মনে মনে কইছলাম বোট (ভোট) দিতাম না। পরে আমার ভাতিজা কইল বোট কেন্দ্ররত নিয়া যাইব। সে আমারে কোলে কইরা নিয়া আইছে। লাইনেও খাড়নি (দাঁড়ানো) লাগছে না। গিয়াঅই বোট দিয়া আইছি।’

তিনি আরও বলেন, ‘এখন কবরে যাওয়ার সময় এসে গেছে। আর কোনো বোট দিতা পারমু কি না ঠিক নাই। ভাবলাম জীবনের শেষ বোটটা দিয়া আসি।’

সারবানুর ভাতিজা রাসেল মিয়া বলেন, ‘আমার চাচির বয়স প্রায় ৮০ বছর। তিনি চলাফেরা করতে পারেন না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলেও কোলে করে নিতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত