Ajker Patrika

নৌকা-ঘোড়া সমর্থকের সংঘর্ষ, আহত ১০

হোমনা প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ২৮
নৌকা-ঘোড়া সমর্থকের সংঘর্ষ, আহত ১০

হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া) সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার বিকেলে ইউপির মণিপুর বাজারে ও রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের সড়কে এই সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জন আহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই দুই প্রার্থী হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র সাইদুর আলম অপু। তাঁরা এ ঘটনার জন্য একে-অপরকে দায়ী করছেন।

সংঘর্ষে আহতরা হলেন মো. আবুল কালাম (৩৮), ইব্রাহিম মিয়া (২৪), আবদুল জলিল (২৪), আমির হোসেন জিল্লুর (৪০), মো. জুয়েল (৩৮), মফিজুল ইসলাম (৩৮), ইকবাল হোসেন (২৬), হোসেন মিয়া (৪০), খান সাব (৩০) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর আলম অপু।

এঁদের মধ্যে আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর রাতেই স্বতন্ত্র প্রার্থী সাইদুর আলম অপু বাদী হয়ে ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও অর্ধ শতাধিক আসামি করে মামলা দায়ের করেছেন।

অপর দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে হোমনা থানায় পৃথক মামলা দায়ের করেছেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে শাহীন (৪১), মনির হোসেন (৩৪) ও স্বপনকে (৩৪) গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম মনিরুজ্জামান মনির আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আমার কর্মী-সমর্থদের ওপর হামলা করেছে। তাঁদের আহত করেছে।’

স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর আলম অপু বলেন, ‘মনিপুর বাজারে আমার গণসংযোগ চলাকালে নৌকার প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। এরপর রাতে আমি আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গেলে নৌকার সমর্থকেরা আবারও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর হামলা করে। এতে আমার মাথা ফেটে যায়।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় থানায় উভয় পক্ষের পৃথক দুটি মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯ ইউপির ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত