Ajker Patrika

সমুদ্রসৈকতে রাতে দখল, দিনে উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২: ২৩
সমুদ্রসৈকতে রাতে দখল, দিনে উচ্ছেদ

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বিচ সড়কের উত্তর পাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রভাবশালী জসীম উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে ৪০ জনের একটি চক্র সৈকতের জমি দখলে জড়িত। তাঁরা গত রোববার রাতে পলিথিন, টিন ও বাঁশ দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে। সেখানে দোকান দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দখলদারেরা পালিয়ে যান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, ‘সরকারি জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করা হচ্ছিল। এমন অভিযোগে অভিযান চালিয়ে সেটি উচ্ছেদ করা হয়েছে।’

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত বছরের ১৭ অক্টোবর কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দখলদারদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছিল। এ ঘটনার এক বছরের মাথায় আবারও একই স্থানে দোকানপাট নির্মাণ শুরু করে চক্রটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত